1,000 টাকা সস্তা হল Vivo Y93 ফোনের দুই ভেরিয়েন্ট। ভারতে Vivo Y93 ফোনে থাকতে চলেছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা।
10,990 টাকা থেকে পাওয়া যাবে Vivo Y93
ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y93। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB RAM। জানুয়ারি মাসে 3GB RAM সহ ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার 1,000 টাকা সস্তা হল Vivo Y93 ফোনের দুই ভেরিয়েন্ট। ভারতে Vivo Y93 ফোনে থাকতে চলেছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা।
ভারতে Vivo Y93 ফোনের 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 10,990 টাকা। তবে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 11,999 টাকা। ইতিমধ্যেই নতুন দামে Amazon.in থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
ডুয়াল সিম Vivo Y93 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে একটি 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y93 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut
Arc Raiders' Sales Cross 12.4 Million Copies as Embark Studios Rolls Out New Update