The Vivo Z10 price in India is Rs. 14,990, and no launch offers have been revealed yet
ভারতে লঞ্চ হল Vivo Z10। এই ফোনটি দেখতে অনেকটাই কোম্পানির Vivo V7+ ফোনটির মতো। আপাতত অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাডু ও তেলেঙ্গানা রাজ্যে অফলাইনে এই ফোন বিক্রি শুরু হয়েছে। Z10 এ রয়েছে ‘ফুলভিউ’ ডিসপ্লে আর মুনলাইট সেলফি ক্যামেরা। এছাড়াও Vivo Z10 এর ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, ও ফেস আনলক ফিচার।
ভারতে Vivo Z10 এর দাম 14,990 টাকা। শুধুমাত্র অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাডু ও তেলেঙ্গানা রাজ্যে অফলাইনে এই ফোন বিক্রি করবে Vivo। এই ফোনের সাথে কোন লঞ্চ অফার ঘোষনা করেনি চিনের স্মার্টফোন কোম্পানিটি।
ডুয়াল সিম Vivo Z10 এ রয়েছে Android 7.1 Nougat বেসড FunTouch OS 3.2। Vivo Z10 এ রয়েছে একটি 6 ইঞ্চি HD+ ফুলভিউ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Z10 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, সাথে থাকবে 4GB RAM আর 32GB স্টোরেজ।
Vivo Z10 এ থাকবে একটি 16MP রিয়ার ক্যামেরা সাপোর্ট। এই ক্যামেরায় স্লো মোশান এর মতো ফিচার থাকছে। সেলফি তোলার জন্য Vivo Z10 এ থাকছে একটি 24MP ফ্রন্ট ক্যামেরা। কোম্পানির বিউটি অ্যালগোরদম ব্যবহার করে মুনলাইট টেকনোলজি ব্যবহার করে ভালো সেলফি তুলবে Vivo Z10। এছাড়াও ফোনে পোট্রেট মোডের মাধ্যমে পোট্রেট তোলার সময় ছবির পিছক ঝাপসা হয়ে যায়। Vivo Z10 এর সামনের এই ক্যামেরা দিয়েই ফোনের ফেস আনলক ফিচার কাজ করে।
কানেক্টিভিটির জন্য Vivo Z10 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এর সাথেই Vivo Z10 এ থাকছে একটি 3225 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন