শিঘ্রই ভারতে Z সিরিজে লঞ্চ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Vivo। 6 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Vivo Z1x। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। ভিডিওতে Vivo Z1x ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।
Vivo জানিয়েছে লঞ্চের পরে শুধুমাত্র Flipkart থেকে Vivo Z1x কেনা যাবে। যে সব গ্রাহক ফোনের পারফর্মেন্সে বেশু গুরুত্ব দেন তাদের কথা মাথায় রেখে বিশেষভাবে Vivo Z1x ডিজাইন করা হয়েছে। Z1x এর ভিতরে থাকছে একটি Snapdragon 712 চিপসেট।
টিজার ভিডিওতে জানানো হয়েছে 6 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Vivo Z1x। এই ভিডিওতে বিভিন্ন দিক থেকে এই ফোন দেখা গিয়েছে। Vivo Z1x ফোনের পিছনে থাকছে ডুয়াল কালার গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটার ড্রপ নচ থাকছে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এছাড়াও Vivo Z1x ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ফোনের ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল Samsung ISOCELL GM1 প্রাইমারি সেন্সর। ফোনের অন্য দুই সেন্সর সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি চিনের কোম্পানিটি।
Flipkart এ জানানো হয়েছে Vivo Z1x ফোনে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 22.5 W ফাস্ট চার্জ সাপোর্ট। Z1x ফোনে থাকবে একটি 6.38 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 712 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন