সম্প্রতি iPhone এ নতুন আপডেট পেয়েছে WhatsApp। ভার্সান 2.19.20 আপডেটে iPhone এ Face ID অথবা Touch ID ব্যবহার করে সুরক্ষিত রাখা যাবে WhatsApp। 2018 সালের অক্টোবর মাসে এই ফিচার প্রথম সামনে এসেছিল। তবে শুধুমাত্র WhatsApp ওপেন করার সময় Face ID অথবা Touch ID ব্যবহার করে সুরক্ষিত রাখা যাবে এই অ্যাপ। অ্যাপ এর ভিতরে চ্যাট ওপেন করার সময় Face ID অথবা Touch ID ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন: Redmi, Nokia, Realme, Honor সহ জনপ্রিয় সব ফোনে দেদার ছাড় দিচ্ছে Flipkart
iPhone এ Settings > Account > Privacy > Screen Lock এ গিয়ে WhatsApp এ Face ID অথবা Touch ID সুরক্ষা যোগ করা যাবে। সম্প্রতি একাধিক রিপোর্টে Android ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে WhatsApp সুরক্ষিত রাখার রিপোর্ট সামনে এসেছিল। আপাতত iPhone এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে WhatsApp সুরক্ষিত রাখা গেলেও Android এ কবে এই ফিচার পৌঁছাবে তা জানা যায় নি।
আরও পড়ুন: Xiaomi, Realme অথবা Asus কে টেক্কা দিতে পারবে Samsung Galaxy M20? পড়ুন রিভিউ
আরও পড়ুন: 2,000 টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Vivo স্মার্টফোন
iPhone এ এখনো লক স্ক্রীন নোটিফিকেশন থেকে Face ID অথবা Touch ID ছাড়াই WhatsApp মেসেজ পড়া ও রিপ্লাই করা যাচ্ছে।
ইতিমধ্যেই App Store থেকে iPhone এ লেটেস্ট আপডেট ডাউনলোড করা যাচ্ছে। এই আপডেটের সাইজ 137.7MB।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন