অবশেষে Android ও iOS স্টেবল ভার্সনে ডার্ক মোড পৌঁছেছে। প্রায় এক বছর ধরে টেস্টিংয়ের পর অবশেষে স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছেছে। Google Play Store ও App Store থেকে Android ও iOS গ্রাহকরা এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
Android ও iOS গ্রাহকরা WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন
অবশেষে Android ও iOS স্টেবল ভার্সনে ডার্ক মোড পৌঁছেছে। প্রায় এক বছর ধরে টেস্টিংয়ের পর অবশেষে স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছেছে। Google Play Store ও App Store থেকে Android ও iOS গ্রাহকরা এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। ডার্ক মোডে থাকছে গাঢ় ব্যাকগ্রাউন্ড। কম আলোতে WhatsApp ডার্ক মোডে চোখে আরাম মিলবে। Android ও iOS গ্রাহকরা নিজের স্মার্টফোনে WhatsApp ডার্ক মোড এনেবেল করবেন কীভাবে? দেখে নিন।
![]()
![]()
![]()
তবে শুধুমাত্র iOS 13 গ্রাহকরাই WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। iOS 12 অথবা পুরনো ভার্সনের গ্রাহকরা এই ফিচার ব্যবহার থেকে বঞ্চিত থাকবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone SE, iPad Pro 12.9-Inch (Second Generation) Added to Apple's Vintage and Obsolete Products List