Xiaomi 14 Civi অ্যামাজনে 16,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 14 Civi features a Leica-tuned triple rear camera setup
2025 সালের অন্তিম সময়ে এসে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড স্টক খালি করতে বেশ কিছু মডেল বাম্পার ছাড়ে বিক্রি করছে। Xiaomi 14 Civi তেমনই একটি ফোন যা তার লঞ্চ প্রাইসের থেকে 16,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এটি তার দামের রেঞ্জে একমাত্র হ্যান্ডসেট যা Leica দ্বারা টিউন করা ক্যামেরা পেয়েছে। এটি পেশাদার মানের ছবি তুলতে সাহায্য করে। হ্যান্ডসেটটির সামনে ডুয়াল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটিকে শক্তি সরবরাহ করে Snapdragon 8s Gen 3 প্রসেসর। চলুন ফোনটির বর্তমান দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Xiaomi 14 Civi গত বছর জুনে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় বেস 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম 42,999 টাকা ছিল। ডিভাইসটির মাচা গ্রীন ও ক্রুজ ব্লু কালার ভেরিয়েন্ট এখন অ্যামাজনে 26,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ব্র্যান্ড 16,000 টাকা সরাসরি ডিসকাউন্ট অফার করছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 809 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
যদি মাসিক কিস্তির বিকল্পে কিনতে চান, তাহলেও ভাল অফার রয়েছে। HDFC ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও Bajaj Finserv কার্ডে নো কস্ট EMI অপশন আছে। 3 মাসের স্কিম নিলে প্রতি মাসে প্রায় 8,999 টাকা খরচ হবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 25,550 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।
শাওমির এই ফোনের সামনে 6.55 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,236 x 2,570 পিক্সেল রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, এবং 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রাচ বা আঘাত থেকে স্ক্রিনকে রক্ষা করতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন ব্যবহার করেছে শাওমি। হ্যান্ডসেটটির 4,700mAh ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
শাওমি 14 সিভি মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.0 অ্যাপারচার ও 2x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে 32 মেগাপিক্সেল + 32 মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench
CERT-In Urges Android Users to Update Smartphones After Google Patches Critical Dolby Vulnerability
Apple Led Market as Global Smartphone Shipments Rose 2.3 Percent YoY in Q4 2025 Despite Growing Memory Shortage: IDC