Xiaomi 15T সিরিজ হল Xiaomi 14T (ছবিতে) লাইনআপের উত্তরসূরী
Photo Credit: Xiaomi
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন চমক হিসেবে এন্ট্রি নিচ্ছে Xiaomi 15T সিরিজ। সেপ্টেম্বর 25 গ্লোবালি লঞ্চ হওয়ার কথা রয়েছে। এই লাইনআপে Xiaomi 15T ও Xiaomi 15T Pro নামের একজোড়া ফোন আসবে বলে আশা করা হচ্ছে। অফিসিয়াল লঞ্চের আগে, এখন বেস মডেলের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সূত্রের দাবি, Xiaomi 15T ফোনটি MediaTek Dimensity 8400 Ultra চিপসেটে চলবে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট সহ AMOLED ডিসপ্লে এবং 5,500mAh ব্যাটারি থাকবে। ফোনটির অন্যতম হাইলাইট হবে Leica-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সিস্টেম ও Leica Summilux অপটিক্যাল লেন্স।
টিপস্টার অভিষেক যাদবের X (সাবেক টুইটার) পোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, Xiaomi 15T ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং আই-কেয়ার টেকনোলজি সহ 6.83 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ব্যবহার হবে। স্মার্টফোনটি Leica-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসবে বলে দাবি করা হয়েছে, যার মধ্যে Leica Summilux অপটিক্যাল লেন্স অর্ন্তভুক্ত থাকবে।
Xiaomi 15T-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা চিপসেট থাকতে পারে। এটি চলতি বছর জানুয়ারিতে Poco X7 Pro 5G মডেলে প্রথম ব্যবহার করা হয়েছিল। এতে 5,500mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, হ্যান্ডসেটটি HyperOS কাস্টম সফটওয়্যারে চলবে। তবে, এটি Android 16 নির্ভর নতুন HyperOS 3 কাস্টম স্কিনের সাথে আসবে কিনা সেটা এখনও অজানা।
উল্লেখ্য, ইউরোপে Xiaomi 15T এর বেস 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 649 (প্রায় 67,000 টাকা) থেকে শুরু হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, Xiaomi 15T Pro মডেলটির একই স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 799 ইউরো (প্রায় 83,300 টাকা) হতে পারে। চার্জিং স্পিড ও প্রসেসর ছাড়া বেস এবং প্রো মডেলের স্পেসিফিকেশন একইরকম থাকতে পারে।
প্রসঙ্গত, Apple-এর iPhone 17 সিরিজের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে শাওমি। সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17 নামে বাজারে আসছে। শাওমি চাইছে, তাদের আসন্ন ফোনগুলো প্রযুক্তির পাশাপাশি, নামের ক্ষেত্রেও সবার কাছে প্রিমিয়াম ইমেজ তৈরি করুক। এই লাইনআপে Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max আসবে। এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে।
Xiaomi 17 সিরিজ কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত প্রথম ফোন হতে চলেছে। সিরিজের প্রতিটি মডেলে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে। তিনটি ফোনেই উচ্চক্ষমতাসম্পন্ন সিলিকন কার্বন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। প্রো ও প্রো ম্যাক্স মডেল দু'টির ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি ডিসপ্লে দেখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.