200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসতে চলেছে শাওমি কোম্পানীর নতুন ফোন Xiaomi 15Ultra।

200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসতে চলেছে শাওমি কোম্পানীর নতুন ফোন Xiaomi 15Ultra।

Photo Credit: Xiaomi

হাইলাইট
  • Xiaomi 14 Ultra Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত।
  • Xiaomi 15 Ultra-তে Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকতে পারে বলে অনুমান করা
  • ভারতে Xiaomi 14 Ultra-এর 99,999 টাকা।
বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রয়ারি মাসে শাওমি কোম্পানী তাদের Xiaomi 14 ultra হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ করেছিল।
রিপোর্ট অনুযায়ী তারা আবারও এই একই সময়ে শাওমি কোম্পানীর আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে- Xiaomi 15 Ultra। তবে শাওমি কোম্পানীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল তথ্য পাওয়া যায়নি। শুধু গোপন সূত্রে এই নতুন স্মার্টফোনটির স্পেসিফিকেশন সমন্ধে জানা গিয়েছে। Xiaomi 15 Ultra ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।এটিতে কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হতে পারে।

Xiaomi 15 Ultra হ্যান্ডসেটটির ক্যামেরার বিবরন

ক্যামেরার ক্ষেত্রে শাওমি কোম্পানী বিপ্লব আনতে চলেছে বাজারে।Weibo এর একটি পোস্ট এর মাধ্যমে জানা গিয়েছে যে, Xiaomi 15 Ultra ফোনটিতে অসাধারন একটি কোয়াড ক্যামেরা ইউনিট থাকবে। এটিতে 4.x জুম সহ অবিশ্বাস্য 200 মেগাপিক্সেল  পেরিস্কোপ ক্যামেরার কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে যে ,এটিতে 4 টি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ করা হয়েছে। 4 টির মধ্যে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেল Sony LYT900 সেন্সর এর সাথে যুক্ত। এটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে( OIS)। বাকি দুটি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony IMX 858 সেন্সর সহ 3.2x এবং 5x জুম প্রদান করছে। এবং চতুর্থ ক্যামেরাটি আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে সংযুক্ত।

ফোনটির সামনের অংশে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। অসাধারন এক ক্যামেরা নিয়ে আসতে চলেছে এই নতুন স্মার্ট ফোনটি।

Xaomi 15 ultra এর আনুমানিক দাম

চলতি বছরে মার্চ মাসে Xaomi 14 ultra লঞ্চ করে। এটির দাম ছিল 99,999 টাকা। 16জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ।রিপোর্ট অনুযায়ী শাওমি কোম্পানীর এই নতুন স্মার্টফোনটি আগামী বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করতে পারে এবং দামের তারতম্য খুব বেশি নাও হতে পারে।

Xaomi 15 Ultra এর আনুমানিক বৈশিষ্ট্য

Xaomi 14 ultra হ্যান্ডসেটটি দেখে যত টুকু অনুমান করা যাচ্ছে ,Xaomi 15 Ultra ফোনটি Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। এটি Android 14-ভিত্তিক HyperOs সিস্টেমের সাথে সংযুক্ত। এটিতে এমোলেড মাইক্রো কার্ভড স্ক্রিন আছে। এটি 120Hz রিফ্রেস রেট সহ, সর্বোচ্চ উজ্জ্বলতা 3000 নিট এর সাথে যুক্ত l

অন্যদিকে ফোনটিতে ফার্স্ট চার্জিং ব্যাবস্থা করা হয়েছে।এটিতে 90W তারযুক্ত এবং 80W ও 10Wওয়ারলেস চার্জিং ব্যাবস্থা আছে।সূত্রের খবর অনুযায়ী ফোনটি একটি 5000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত।
Xiaomi 14 ultra এর মত, এই হ্যান্ডসেটিতেও জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং বিল্ড করা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়
  2. Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন
  3. নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10
  4. মেশিন লার্নিং বৈশিষ্ট্য এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমৃদ্ধ Apple কোম্পানীর নতুন উন্মোচন AirPods 4
  5. আগামী 20 সেপ্টেম্বর থেকে উৎসাহিত গ্রাহকরা পেয়ে যাবেন Apple কোম্পানীর পক্ষ থেকে উন্মোচিত iphone 16 Pro এবং iphone 16 Pro এবং
  6. অসাধারণ ক্যামেরা দ্বারা সজ্জিত দুটি নতুন আকর্ষণীয় স্মার্টফোনের উন্মোচন করল Apple
  7. আসন্ন সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে দেখা যাবে এক অতি উজ্জ্বল শক্তিশালী মেরুপ্রভা
  8. বিশ্বের বাজারের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে বাজেটের মধ্যে উপলব্ধ নতুন এক ট্যাব - Infinix XPad
  9. 5,500 mAh ব্যাটারী সমৃদ্ধ সবচেয়ে পাতলা 3D বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত Vivo T3 Ultra
  10. এসে গেলো দুটি নতুন আকর্ষণীয় Lenovo এর আইপ্যাড,পরিবর্তনযোগ্য Copilot+ PC
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »