শাওমি কোম্পানীর পক্ষ থেকে আবারো আসতে চলেছে দূর্দান্ত ফিচার যুক্ত ফোন- Xiaomi 15Ultra।
Photo Credit: Xiaomi
চলতি বছরের ফেব্রয়ারি মাসে শাওমি কোম্পানী তাদের Xiaomi 14 ultra হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ করেছিল।
রিপোর্ট অনুযায়ী তারা আবারও এই একই সময়ে শাওমি কোম্পানীর আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে- Xiaomi 15 Ultra। তবে শাওমি কোম্পানীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল তথ্য পাওয়া যায়নি। শুধু গোপন সূত্রে এই নতুন স্মার্টফোনটির স্পেসিফিকেশন সমন্ধে জানা গিয়েছে। Xiaomi 15 Ultra ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।এটিতে কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে শাওমি কোম্পানী বিপ্লব আনতে চলেছে বাজারে।Weibo এর একটি পোস্ট এর মাধ্যমে জানা গিয়েছে যে, Xiaomi 15 Ultra ফোনটিতে অসাধারন একটি কোয়াড ক্যামেরা ইউনিট থাকবে। এটিতে 4.x জুম সহ অবিশ্বাস্য 200 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে যে ,এটিতে 4 টি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ করা হয়েছে। 4 টির মধ্যে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেল Sony LYT900 সেন্সর এর সাথে যুক্ত। এটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে( OIS)। বাকি দুটি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony IMX 858 সেন্সর সহ 3.2x এবং 5x জুম প্রদান করছে। এবং চতুর্থ ক্যামেরাটি আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে সংযুক্ত।
ফোনটির সামনের অংশে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। অসাধারন এক ক্যামেরা নিয়ে আসতে চলেছে এই নতুন স্মার্ট ফোনটি।
চলতি বছরে মার্চ মাসে Xaomi 14 ultra লঞ্চ করে। এটির দাম ছিল 99,999 টাকা। 16জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ।রিপোর্ট অনুযায়ী শাওমি কোম্পানীর এই নতুন স্মার্টফোনটি আগামী বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করতে পারে এবং দামের তারতম্য খুব বেশি নাও হতে পারে।
Xaomi 14 ultra হ্যান্ডসেটটি দেখে যত টুকু অনুমান করা যাচ্ছে ,Xaomi 15 Ultra ফোনটি Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। এটি Android 14-ভিত্তিক HyperOs সিস্টেমের সাথে সংযুক্ত। এটিতে এমোলেড মাইক্রো কার্ভড স্ক্রিন আছে। এটি 120Hz রিফ্রেস রেট সহ, সর্বোচ্চ উজ্জ্বলতা 3000 নিট এর সাথে যুক্ত l
অন্যদিকে ফোনটিতে ফার্স্ট চার্জিং ব্যাবস্থা করা হয়েছে।এটিতে 90W তারযুক্ত এবং 80W ও 10Wওয়ারলেস চার্জিং ব্যাবস্থা আছে।সূত্রের খবর অনুযায়ী ফোনটি একটি 5000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত।
Xiaomi 14 ultra এর মত, এই হ্যান্ডসেটিতেও জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং বিল্ড করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Username Feature Said to Roll Out in 2026, Business Accounts Could Also Get Access
Samsung Galaxy S26 Ultra Camera, Charging Specifications Leaked Alongside Exynos 2600 Details