Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ফোনগুলির লঞ্চ ভারতে 2026 সালের মার্চে পিছিয়ে যেতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra is powered by a Snapdragon 8 Elite Gen 5 chipset
চাইনিজ Android স্মার্টফোন নির্মাতাদের মধ্যে Oppo, Vivo, OnePlus, ও iQOO ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ মডেল ভারতে লঞ্চ করেছে। Xiaomi একমাত্র ব্যতীক্রম। তবে জানা গিয়েছিল, Xiaomi 17 ও Xiaomi 17 Ultra জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে দেশের বাজারে রিলিজ হতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, ফোনগুলির লঞ্চ 2026 সালের মার্চে পিছিয়ে যেতে পারে। Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চের এক মাস পর Xiaomi 17T ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। খবর সত্যি হলে, Xiaomi T সিরিজ চার বছরের বেশি সময় কেটে যাওয়ার পর ভারতে ফিরতে পারে।
টেক ব্লগার অভিষেক যাদব দাবি করেছেন, Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra এ দেশে 2026 সালের মার্চ মাসে আসতে পারে। তবে এটা যে অফিসিয়াল লঞ্চ টাইমলাইন নয়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। Xiaomi T সিরিজের যে মডেলটি শেষবার ভারতে লঞ্চ (জানুয়ারি, 2022) হয়েছিল, সেটি হল Xiaomi 11T Pro। তারপর এই সিরিজের কোনও নতুন ফোন এখানে আসেনি।
যদি খবর সত্যি হয়, তাহলে চার বছর পর Xiaomi 17T-এর হাত ধরে ভারতে কোম্পানির T লাইনআপের প্রত্যাবর্তন ঘটবে। প্রসঙ্গত, Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর ভারতীয় ভ্যারিয়েন্ট কয়েকদিন আগে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে। শাওমির এক আধিকারিক জানিয়েছেন, Ultra মডেল গ্লোবাল মার্কেটে আগামী মাসে পা রাখবে। তবে ভারতে লঞ্চ করার বিষয়ে এখনও কিছু ঘোষণা হয়নি।
জানিয়ে রাখি, Xiaomi 17 Ultra ডিসেম্বর লঞ্চ হয়েছে। এটি শাওমির ইতিহাসে সবথেকে উন্নত ফ্ল্যাগশিপ ফোন। Xiaomi 17 Ultra-তে 6,800mAh ব্যাটারি রয়েছে যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে গ্লোবাল ভার্সন 6,000mAah ব্যাটারি পাবে বলে শোনা যাচ্ছে। ফোনটিতে 1 ইঞ্চির সেন্সর-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
অন্য দিকে, Xiaomi 17 সেপ্টেম্বর মাসে দুনিয়ার প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে চীনে লঞ্চ হয়েছিল। এতে Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 16 জিবি পর্যন্ত র্যাম, 7,000mAh ব্যাটারি, Dolby Atmos প্রযুক্তির স্পিকার, 3,500 নিট পিক ব্রাইটনেস, IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ও 50W ওয়্যারলেস চার্জিংয়ের মতো বৈশিষ্ট্য আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5, Redmi Turbo 5 Pro to Be Equipped With Upcoming MediaTek Dimensity Chips, Tipster Claims