Xiaomi 17 Ultra may offer various upgrades over Xiaomi 15 Ultra (pictured)
Photo Credit: Xiaomi
Xiaomi 17 সিরিজ সেপ্টেম্বর মাসে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। টেক জায়ান্টটি তাদের নতুন ফ্ল্যাগশিপ লাইনআপে তিনটি ফোন এনেছে — Xiaomi 17, Xiaomi 17 Pro, ও Xiaomi 17 Pro Max৷ কিন্তু এই সিরিজে এখনও আরও একটি মডেলের অর্ন্তভুক্ত হওয়া বাকি। আর সেটা হল Xiaomi 17 Ultra। এটি কোম্পানির টপ মডেল হতে চলেছে। কোনও ফোনের নামের পাশে 'আল্ট্রা' শব্দটি থাকার অর্থ হল, সেটি ক্যামেরা থেকে শুরু করে প্রসেসর, ও অন্যান্য ডিপার্টমেন্টে চোখধাঁধানো পারফর্ম করবে। আপকামিং Xiaomi 17 Ultra মডেলটির ক্ষেত্রেও তার ব্যতীক্রম হচ্ছে না।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Xiaomi 17 Ultra একটি নতুন 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে, যা আরও উন্নত ইন-সেন্সর জুমের সুবিধা দেবে। অর্থাৎ ক্যামেরাটি বিভিন্ন জুম লেভেলে স্পষ্ট ও পরিষ্কার ছবি তুলতে সক্ষম হবে। দাবি করা হচ্ছে, এই নতুন প্রযুক্তির ক্যামেরা প্রায় পেরিস্কোপ জুম ক্যামেরার ফোকাল লেংথের কাছাকাছি মানের জুম প্রদান করার ক্ষমতা পাবে।
শাওমি 17 আল্ট্রা মাল্টি-ফোকাস লসলেস জুম সহ একটি নতুন 200 মেগাপিক্সেল রেজোলিউশন যুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত থাকতে পারে। সূত্রের দাবি, নতুন ক্যামেরা দু'টির ডাইনামিক রেঞ্জ খুব উচ্চমানের হবে। আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, হ্যান্ডসেটটির পিছনের অংশে মোট চারটি ক্যামেরা থাকবে। পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ছাড়া অন্যান্য সেনন্সরগুলো 50 মেগাপিক্সেলের হবে। ফোনটি 2026 সালের প্রথমার্ধে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 17 Ultra তার পূর্বসূরি মডেলের থেকে একাধিক আপগ্রেড অফার করবে। জানিয়ে রাখি, Xiaomi 15 Ultra চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে। এতে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+, 3200 নিট পিক ব্রাইটনেস, ও 1440x3200 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে রান করে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, এটি কোয়াড রিয়ার ক্যামেরা অফার করে। সেটআপটি f/1.6 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 4.3x অপটিক্যাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।
Xiaomi 15 Ultra ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং করত সক্ষম। সামনে 4K ভিডিও রেকর্ডিং সুবিধার সঙ্গে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, 90W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস চার্জিং, এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 6,000mAh (গ্লোবাল মডেলে 5,410mAh) ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.