Xiaomi 17 Ultra-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ভারত, থাইল্যান্ড, ও সিঙ্গাপুরে লঞ্চের অনুমতি পেয়েছে। অর্থাৎ ডিভাইসটির চীনের বাইরে সফর শীঘ্রই শুরু হচ্ছে। গ্লোবাল সংস্করণে ব্যাটারির ক্ষমতা কিছুটা কম হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সূত্রের দাবি, এটি চীনের বাইরে 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হতে পারে।
Xiaomi 17 Ultra-এর পাশাপাশি Xiaomi 17 Ultra Leica Edition নামে একটি বিশেষ সংস্করণ বাজারে এনেছে কোম্পানি। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে সরাসরি ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যাবে। পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করতে পারে।
Xiaomi 17 Ultra-এর ক্যামেরা মডিউলের চারপাশে একটি রোটারি ডায়াল থাকতে পারে। এটি ছবি অথবা ভিডিও তোলার সময় জুন ইন এবং জুম আউট করতে সাহায্য করবে, যেমন আমরা ডিজিটাল ক্যামেরার লেন্সে দেখতে পাই। খবর সত্যি হলে, স্ক্রিনে স্লাইডার টানার পরিবর্তে ডায়াল ঘোরালেই জুম পরিবর্তন করা যাবে।
Xiaomi 17 Ultra স্মার্টফোনে Leica APO সার্টিফায়েড 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। এতে উন্নত লো-লাইট ইমেজিং প্রযুক্তির পাশাপাশি দূর থেকে স্পষ্ট এবং পরিষ্কার ছবি তোলার জন্য লং-রেঞ্জ ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড এসেছে। ফোনটিতে পুরনো iPhone ও Sony Xperia-এর মতো গোল ভলিউম আপ-ডাউন বাটন দেওয়া হয়েছে।
Xiaomi 17 Ultra মাল্টি-ফোকাস লসলেস জুম সহ একটি নতুন 200 মেগাপিক্সেল রেজোলিউশন যুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত থাকতে পারে। সূত্রের দাবি, নতুন ক্যামেরা দু'টির ডাইনামিক রেঞ্জ খুব উচ্চমানের হবে। আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, হ্যান্ডসেটটি কোয়াড ক্যামেরা সেটআপ পাবে।
Xiaomi 17 Ultra চারটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। এর প্রাইমারি ক্যামেরায় একটি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করতে পারে কোম্পানি। এর সঙ্গে তিনটি 50 মেগাপিক্সেল লেন্স থাকার সম্ভাবনা। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হতে পারে।