Xiaomi 17 Ultra মাল্টি-ফোকাস লসলেস জুম সহ একটি নতুন 200 মেগাপিক্সেল রেজোলিউশন যুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত থাকতে পারে। সূত্রের দাবি, নতুন ক্যামেরা দু'টির ডাইনামিক রেঞ্জ খুব উচ্চমানের হবে। আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, হ্যান্ডসেটটি কোয়াড ক্যামেরা সেটআপ পাবে।
Xiaomi 17 Ultra চারটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। এর প্রাইমারি ক্যামেরায় একটি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করতে পারে কোম্পানি। এর সঙ্গে তিনটি 50 মেগাপিক্সেল লেন্স থাকার সম্ভাবনা। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হতে পারে।