Xiaomi 17 Ultra comes with a 200-megapixel telephoto camera
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra ডিসেম্বর 25 চীনে লঞ্চ হয়েছিল। শাওমির ফ্ল্যাগশিপ ফোনটি ইতিমধ্যেই পাওয়ারফুল হার্ডওয়্যার ও বিশ্বমানের ক্যামেরার সৌজন্যে বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। শাওমি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে এটি 2026 সালে বিশ্বব্যাপী বাজারে আসবে। আর্ন্তজাতিক লঞ্চ 2026 সালের মার্চে হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। নানা জল্পনার মাঝে এখন স্মার্টফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্ট ভারত, থাইল্যান্ড, ও সিঙ্গাপুরে লঞ্চের অনুমতি পেয়েছে। অর্থাৎ ডিভাইসটির চীনের বাইরে সফর শীঘ্রই শুরু হচ্ছে। Xiaomi 17 Ultra মডেলের মূল আকর্ষণ হল ক্যামেরা। কোম্পানির দাবি, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা ফোন।
2512BPNDAI মডেল নম্বরের সঙ্গে Xiaomi 17 Ultra-এর ভারতীয় ভ্যারিয়েন্ট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্টস (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে। স্মার্টফোনটি 25113PN0EG মডেল নম্বরের সঙ্গে থাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে হাজির হয়েছে। সিঙ্গাপুরের IMDA ফোনটির 25128PNA1G ও 2512BPNDAG মডেল নম্বরকে ছাড়পত্র দিয়েছে। এগুলি যথাক্রমে Xiaomi 17 Ultra ও Xiaomi 17 Ultra Leica Edition হবে বলে অনুমান করা হচ্ছে।
জানিয়ে রাখি, চীনে বিক্রিত Xiaomi 17 Ultra মডেলে 6,800mAh ব্যাটারি রয়েছে। কিন্তু হ্যান্ডসেটটির গ্লোবাল সংস্করণে ব্যাটারির ক্ষমতা কিছুটা কম হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সূত্রের দাবি, এটি চীনের বাইরে 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হতে পারে। ব্যাটারি বাদ দিলে অন্যান্য হার্ডওয়্যার ও স্পেসিফিকেশনগুলি অপরিবর্তিত থাকবে বলে আশা করা যায়।
শাওমি 17 আল্ট্রা 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 1 টিবি ইর্ন্টানাল স্টোরেজের সঙ্গে যুক্ত।
হ্যান্ডসেটটির প্রাইমারি ক্যামেরায় ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটর (LOFIC) প্রযুক্তির একটি 1 ইঞ্চি 50 মেগাপিক্সেলের সেন্সর আছে। পাশাপাশি একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড সাপোর্ট করে। এই ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।।
Xiaomi 17 Ultra-তে 6,800mAh ব্যাটারি রয়েছে যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Xiaomi 17 Ultra Leica এডিশনে বেশ কিছু অতিরিক্ত ফিচার্স মিলবে। এতে ডুয়াল-টোন ডিজাইন এবং লাল রঙের ক্লাসিক Leica লোগো আছে। ফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং রয়েছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে সরাসরি ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.