Xiaomi 17 Ultra features a Leica-tuned triple rear camera setup
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra চীনে ডিসেম্বর 25 লঞ্চ হচ্ছে। বড়দিন উপলক্ষে বড় চমক নিয়ে হাজির হচ্ছে চাইনিজ ব্র্যান্ডটি। এটি শাওমির সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং মুখ্য আকর্ষণ ক্যামেরা সিস্টেম। ডিভাইসটি শাওমি এবং লাইকা-এর মধ্যে গড়ে ওঠা নতুন কৌশলগত কো-ক্রিয়েশন পার্টনারশিপের অধীনে আসা প্রথম পণ্য হতে চলেছে। Xiaomi 17 Ultra নাইট ফটোগ্রাফিতে নয়া মানদন্ড স্থাপন করবে বলে দাবি করা হচ্ছে। এতে উন্নত লো-লাইট ইমেজিং প্রযুক্তির পাশাপাশি দূর থেকে স্পষ্ট এবং পরিষ্কার ছবি তোলার জন্য লং-রেঞ্জ ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড এসেছে। শাওমি ফোনটির ফার্স্ট লুক প্রকাশ করেছে।
Xiaomi 17 Ultra চীনে ডিসেম্বর 25 ভারতীয় সময় বিকাল 4:30টায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনটির সঙ্গে পূর্বসূরী Xiaomi 15 Ultra-এর ডিজাইনের বেশ কিছু মিল রয়েছে। আগের মডেলের মতো উত্তরসূরী মডেলের পিছনের অংশে বড় গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। টিজার ছবিতে হ্যান্ডসেটটি সাদা এবং কালো রঙে দেখা গিয়েছে। ফোনটির একটি সবুজ রঙের মডেল আসবে৷ এতে তারা ঝলমলে আকাশের মতো ফিনিশিং আছে।
Xiaomi 17 Ultra
শাওমি 17 আল্ট্রা ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে বলে নিশ্চিত করেছে সংস্থা। ক্যামেরা ডেকোর ভিতরে লাইকা ব্র্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। টেলিফটো ক্যামেরা নাকি 35 শতাংশ বড়। ব্যাক ক্যামেরা সেটআপে f/1.67 অ্যাপারচার-যুক্ত 1 ইঞ্চি 50 মেগাপিক্সেল Ominivision OV50X প্রাইমারি ক্যামেরা, f/2.9 অ্যাপারচার ও 100 মিমি ফোকাল দৈর্ঘ্যের 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
Xiaomi 17 Ultra মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মাইলফলক গড়তে চলেছে। এটি প্রথম স্মার্টফোন হবে যেখানে Leica APO সার্টিফায়েড টেলিফটো লেন্স আছে। এতে পুরনো প্রজন্মের iPhone ও Sony Xperia-এর মতো গোল ভলিউম আপ-ডাউন বাটন দিয়েছে ব্র্যান্ড। Xiaomi 17 সিরিজের অন্য তিন মডেলের মতো আসন্ন ফোনেও Snapdraon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হবে বলে আশা করা সায়।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, শাওমির নয়া ফ্ল্যাগশিপে 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট-সহ 6.9 ইঞ্চি 2D ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি শক্তিশালী 6,800mAh ব্যাটারির সঙ্গে আসবে যা 100W ওয়্যার্ড এবং 90W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সংস্থা দাবি করছে যে এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে পাতলা (থিকনেস 8.29 মিমি) Ultra মডেল। এছাড়াও, ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে থাকছে IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.