পুজো সেলের ঘোষণা করল Xiaomi, কোন কোন স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 সেপ্টেম্বর 2025 11:32 IST
হাইলাইট
  • Redmi 15 5G ভারতে আগস্টে লঞ্চ হয়েছে
  • Redmi Note 14 Pro সিরিজও শাওমির দিওয়ালি সেলে ছাড়ে বিক্রি হবে
  • Xiaomi এখনও সেলের তারিখ প্রকাশ করেনি

Redmi 15 5G এর মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি

Photo Credit: Redmi

পুজো উপলক্ষে 'Diwali With Xiaomi' সেলের ঘোষণা করল শাওমি। এই শপিং ইভেন্টে সংস্থার বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন আকর্ষণীয় ছাড়ে কিনতে পারবে আমজনতা। উৎসবের আমেজে কেনাকাটা করতে ভালবাসে সাধারণ মানুষ। অনলাইনে ছাড় থাকে বলে ই-কমার্স সাইটগুলিতে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার ধুম পড়ে যায়। Flipkart বিগ বিলিয়ন ডেজ এবং Amazon Great Indian Festival সেলের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তাই Xiaomi নিজেদের মতো করে সেলের আয়োজন করেছে। নতুন লঞ্চ হওয়া Redmi 15 5G ছাড়াও, Redmi Note 14 Pro 5G, Note 14 Pro+ 5G এবং Redmi 14C 5G ফোনগুলির দামে কমবে। আবার Redmi Buds 5C ইয়ারফোনটিও তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে।

Diwali With Xiaomi সেলে Redmi স্মার্টফোনে ছাড়

রেডমি তাদের X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দিওয়ালি উইথ শাওমি সেলে কোন কোন ফোন কতটা ছাড়ে পাওয়া যাবে, তা তালিকার মাধ্যমে প্রকাশ করেছে। Redmi 15 5G এর দাম শুরু হবে 14,999 টাকা থেকে, যেখানে ফোনটির আসল দাম 16,999 টাকা। শাওমির সেল ইভেন্টের জন্য একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে।

দিওয়ালি উইথ শাওমি সেলে Redmi Note 14 Pro 5G 5G এবং Note 14 Pro+ 5G যথাক্রমে 20,999 টাকা ও 24,999 টাকা মূল্যে পাওয়া যাবে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এখন স্মার্টফোন দু'টির দাম ভারতে যথাক্রমে 24,999 টাকা ও 30,999 টাকা। Redmi 14C 5G মডেলটি 1,000 টাকা ছাড়ে 8,999 টাকায় পাওয়া যাবে। এটি কিনতে সাধারণত 9,999 টাকা খরচ হয়।

কোম্পানি আরও জানিয়েছে, সেল চলাকালীন Redmi Buds 5C এর দাম 1,999 টাকা থেকে কমে 1,799 টাকায় পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও Amazon এর মাধ্যমে Redmi 15 5G কিনতে পারবেন। উপরে উল্লিখিত দুটি ওয়েবসাইট ছাড়াও, Redmi Note 14 Pro 5G, Note 14 Pro+ 5G, Redmi 14C 5G, ও Buds 5C ফ্লিপকার্টে পাওয়া যাবে। তবে সেল কবে থেকে শুরু হবে তা এখনও জানায়নি শাওমি।

প্রসঙ্গত, 15,000 টাকার মধ্যে Redmi 15 5G ব্র্যান্ডের একমাত্র মডেল, যা 7,000 এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি, 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং 6.9 ইঞ্চি ডিসপ্লে অফার করে। ফোনটি একটি পাওয়ার ব্যাংকের মতোও ব্যবহার করা যাবে। কারণ, এটি রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোন থেকেই স্মার্টওয়াচ বা ব্লুটুথ ইয়ারফোনের মতো ছোট ডিভাইস চার্জ করতে পারবেন।

হ্যান্ডসেটটির 7,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে গুগলের সার্কেল টু সার্চ, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স বডি, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও 200 শতাংশ ভলিউম সহ ডলবি সার্টিফায়েড স্পিকার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  2. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  3. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  4. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  5. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  6. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  7. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  8. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  9. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  10. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.