28 সেপ্টেম্বর থেকে প্রায় সব জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে সেল শুরু হয়েছে। Mi.com থেকে শুরু হয়েছে Diwali With Mi, Flipkart থেকে শুরু হয়েছে Big Billion Days 2019 আর Amazon থেকে শুরু হয়েছে Great Indian Festival সেল। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। সোমবার Xiaomi জানিয়েছে ইতিমধ্যেই এই সেলে 15 লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়েছে। স্মার্টফোন ছাড়াও বিভিন্ন স্মার্ট ডিভাইস, অ্যাকসেসারিজ ও টিভি মডেল জনপ্রিয় হয়েছে।
Flipkart Big Billion Days 2019: এক ক্লিকে স্মার্টফোনের সেরা অফারগুলি দেখুন
এক বিবৃতিতে Xiaomi জানিয়েছে Amazon আর Flipkart সেলে সব থেকে জনপ্রিয় 10 টি স্মার্টফোনের মধ্যে 5 টি Mi আর Redmi ব্র্যান্ডের স্মার্টফোন। তবে শুধু স্মার্টফোন নয়। চলতি বছর উৎসবের সেলে বেশ জনপ্রিয় হয়েছে কোম্পানির একাধিক স্মার্ট টিভি। Xiaomi জানিয়েছে চলতি সেলে সব থেকে জনপ্রিয় তিনটি স্মার্ট টিভির দুটি Mi TV। এছাড়াও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Mi Band আর Mi Security Camera।
Amazon Great Indian Festival 2019: এক ঝলকে সেরা অফারগুলি দেখে নিন
চলতি সেলে দেশের সবথেকে জনপ্রিয় এয়ার পিউরিফায়ারের তকমা ছিনিয়ে নিয়েছে Mi Air Purifier 2S।
“চলতি সেলে সব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই 15 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে Xiaomi। সেল চলার সময় গ্রাহকদের মধ্যে বিশাল জনপ্রিয়তা দেখে আমরা বিনীত বোধ করছি। গোটা দেশে Xiaomi গুনগ্রাহীদের এই বিশাল ভালোবাসা দেখে আমরা গর্বিত। আমরা আশা করি নতুন Xiaomi প্রোডাক্ট ব্যবহার করে গ্রাহকের উৎসবের দিনগুলি আরও রঙিন হয়ে উঠবে।” জানিয়েছেন Xiaomi অনলাইন সেল বিভাগের প্রধান রঘু রেড্ডি।
Diwali With Mi Sale: এক ক্লিকে সব অফার দেখে নিন
4 অক্টোবর পর্যন্ত Flipkart, Amazon আর Mi.com থেকে এই সেল চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন