Mi.com থেকে শুরু হল Diwali With Mi Sale। এই সেলে বিভিন্ন Xiaomi স্মার্টফোন, স্মার্টটিভি আর অ্যাকসেসারিজের দাম কমেছে। 17 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। সস্তা হয়েছে সব দামের স্মার্টফোন, স্মার্টটিভি, ফিটনেস ব্যান্ড, স্পিকার ও বিভিন্ন অ্যাকসেসারিজ।
SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে এই সেলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। Bajaj Finserv এর মাধ্যমে মিলবে নো-কস্ট ইএমআই।
Realme Festive Days Sale: এক ঝলকে সেরা অফারগুলি দেখে নিন
11,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 7 Pro। বেস ভেরিয়েন্টে এই ফোনে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। আগে এই ফোনের দাম ছিল 13,999 টাকা। 7,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y3। 8,999 টাকা থেকে Redmi Note 7S এর দাম শুরু হচ্ছে।
15,999 টাকা থেকে Poco F1 এর দাম শুরু হচ্ছে। 24,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi K20 Pro। 19,999 তাকা থেকে Redmi K20 পাওয়া যাচ্ছে।
শুরু হল Flipkart Big Diwali Sale 2019: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
এই সেলে সস্তা হয়েছে একাধিক Mi TV মডেল। 20,999 তাকায় পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি Mi TV 4A Pro স্মার্ট টিভি। চলতি বছরে 22,999 টাকায় এই টিভি লঞ্চ হয়েছিল। 13,999 টাকা থেকে দাম কমে 11,999 টাকা দামে লঞ্চ হয়েছে 32 ইঞ্চি Mi TV 4C Pro।
Vivo Grand Diwali Fest Sale: কোন ফোনে কত ছাড়? দেখে নিন
এই সেলে 2,499 টাকায় পাওয়া যাবে Mi Home Security Camera 360। 7,999 টাকায় পাওয়া যাবে Mi Air Purifier 2S। এছাড়াও সস্তা হয়েছে চার্জার, ডেটা কেবেল ও অন্যান্য অ্যাকসেসারিজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন