11 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। সম্প্রতি Mi 10 সিরিজ সম্পর্কে একাধিক নতুন ফিচার প্রকাশ্যে এসেছে।
Photo Credit: Weibo
11 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro
11 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। সম্প্রতি Mi 10 সিরিজ সম্পর্কে একাধিক নতুন ফিচার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে Mi 10 Pro ফোনের চার্জারের ছবি সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে Mi 10 Pro ফোনে 65W ফাস্ট সাপোর্ট থাকবে। অন্যদিকে Mi 10 ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা।
Mi 10 ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকছে। Samsung Galaxy S20 সিরিজের ফোনেও একই সেন্সর ব্যবহার হবে। গত বছর Xiaomi-র সাথে হাত মিলিয়ে 108MP ISOCELL Bright HMX সেন্সর তৈরি করেছিল Samsung।
Mi 10 Pro ফোনে 65W ফাস্ট সাপোর্ট থাকবে
ছবি: Weibo
অন্যদিকে Mi 10 Pro ফোনে থাকছে 65W ফাস্ট চার্জিং। সম্প্রতি এই ফোনের চার্জারের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যদিও Mi 10 ফোনে থাকছে 45W ফাস্ট চার্জিং। এই দুই ফোনেই থাকবে 5G সাপোর্ট।
সম্প্রতি Mi 10 ফোনের ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ছবিতে এই ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। কার্ভড ডিসপ্লের বাঁ দিকে উপর থাকছে হোল-পাঞ্চ। সামনে থেকে এই ফোন দেখতে Galaxy S10 এর মতো। লঞ্চের সময় Mi 10 ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI 11.0.2 স্কিন চলতে পারে।
ছবিতে Mi 10 ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। ফোনের পিছনের প্যানেলে কোম্পানির লোগো থাকবে।
যদিও এখনও Mi 10 ফোনের স্পেসিফিকেশন নিয়ে মুখ খোলেনি Xiaomi। তবে বেজিংয়ের কোম্পানিটি জানিয়েছে এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে।
Mi 10 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Mi 10 ফোনে একটি 6.5 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় Sony IMX686 সেন্সর থাকবে। সাথে থাকবে 20 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 40W ফাস্ট চার্জ, 30W ওয়্যারলেস চার্জ আর 10W রিভার্স চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show