Mi 10 সিরিজের মতোই Redmi K30 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। Redmi K30 Pro-তে থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনে ব্যবহার হতে পারে Sony IMX686 সেন্সর।
চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হবে Redmi K30 Pro ও Mi 10 সিরিজ
Mi 10 ও Mi 10 Pro -তে থাকবে Snapdragon 865 চিপসেট। 2019 সালেই এই ঘোষণা করে দিয়েছিল চিনের কোম্পানিটি। Mi 10 -এর সঙ্গে লঞ্চ হবে Mi 10 Pro। এই দুই ফোনেই থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হবে Redmi K30 Pro। এই ফোনেও থাকবে Snapdragon 865 চিপসেট।
XDA-Developer ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই দুই ফোনের build.prop ফাইল থেকে জানা গিয়েছে ‘Umi' ও ‘Cmi' ছদ্মনামে এই দুই ফোন লঞ্চ হবে। এই দুই ফোনেই থাকবে Snapdragon 865 চিপসেট। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল Poco X2; ফিচারগুলি দেখে নিন
এই দুই ফোনের গ্যালারি অ্যাপ থেকে Mi 10 ও Mi 10 Pro-এর পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরার তথ্য সামনে এসেছে। এই দুই ফোনে থাকতে পারে Samsung ISOCELL Bright HMX সেন্সর। এছাড়াও ‘lmi' ছদ্মনামে পৃথক একটি ফোন দেখা গিয়েছে। Redmi K30 Pro নামে এই ফোন বাজারে আসতে পারে। Redmi K30 Pro-তে থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনে ব্যবহার হতে পারে Sony IMX686 সেন্সর।
Mi 10 সিরিজের মতোই Redmi K30 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। মার্চ মাসে এই ফোন লঞ্চ হতে পারে। Redmi K30-এর মতোই Redmi K30 Pro-তেও 5G কানেক্টিভিটি থাকবে। এছাড়াও এই ফোনে থাকবে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February
Google Photos App Could Soon Bring New Battery Saving Feature, Suggests APK Teardown