Mi 8 Youth Edition আর Mi 8 Screen Fingerprint Edition লঞ্চ করল Xiaomi। বুধবার চিনে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। প্রথমটি Mi 8 Youth Edition ইতিমধ্যেই বাজারে থাকা Mi 8 ফোনের ছোট আর্সান। এই ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট ও Mi 8 থেকে খারাপ ক্যামেরা। Mi 8 ফোনের প্রায় অর্ধেক দামে লঞ্চ হয়েছে Mi 8 Youth Edition। অন্যদিকে Mi 8 Screen Fingerprint Edition ফোনে ডিসপ্লের নীচে প্রেশার সেন্সিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার হয়েছে। প্রসঙ্গত Mi 8 ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Mi 8 Youth Edition এর দাম
4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1399 ইউয়ান (প্রায় 14,800 টাকা)। 6GB RAM আর 64GB স্টরেজ এরিয়েন্টের দাম 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। টপ এন্ড 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi 8 Youth Edition এর দাম 1,999 ইউয়ান (প্রায় 21,200 টাকা)।
Mi 8 Screen Fingerprint Edition এর দাম
6GB RAM আর 128GB স্টোরেজের Mi 8 Screen Fingerprint Edition এর দাম 3199 ইউয়ান (প্রায় 34,000 টাকা)। 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 3599 ইউয়ান (প্রায় 38,200 টাকা)। ইতিমধ্যে চিনে এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।
Mi 8 Youth Edition ও Mi 8 Screen Fingerprint Edition স্পেসিফিকেশান
ডুয়াল সিম Mi 8 Youth Edition ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Mi 8 Youth Edition তে রয়েছে একটি 6.26 ইঞ্চি LCD ডিসপ্লে।। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
আরও পড়ুন: 6GB RAM, 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Xiaomi Mi 8 SE
ছবি তোলার জন্য Mi 8 Youth Edition ফোনে থাকবে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের সামনে থাকছে একটি 24 MP সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 3350 mAh ব্যাটারি, ফেস আনলক ও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
অন্যদিকে Mi 8 Screen Fingerprint Edition ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের অন্য সব স্পেসিফিকেশান Mi 8 ফোনের স্পেসিফিকেশানের সমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন