মঙ্গলবার স্পেনে গ্লোবাল লঞ্চ ইভেন্টে লঞ্চ হয়েছে Mi A2 আর Mi A2 Lite। এর মধ্যে ভারতে শুধুমাত্র Mi A2 ফোন লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে Xiaomi। Android One প্রজেক্টের অধীনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। তাই এই ফোনে স্টক Android 8.1 Oreo চলবে। গত বছর চিনে লঞ্চ হওয়া Mi 5X ফোনের নাম বদলে Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। এই বছর চিনে লঞ্চ হওয়া কোম্পানির Mi 6X ফনের নাম বদলে Mi A2 ফোনটি লঞ্চ করল চিনের কোম্পানিটি। যদিও Mi A2 Lite ফোনে অত ভালো স্পেসিফিকেশান ব্যবহার করা হয়নি। ভারতে Xiaomi-র প্রধান মনু জৈন জানিয়েছেন 8 আগস্ট ভারতে Mi A2বিক্রি শুরু হবে।
তিনটি আলাদা স্টরেজ ভেরিয়েন্টে Mi A2 লঞ্চ হয়েছে। 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 249 ইউরো (প্রায় 20,100 টাকা) 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 279 ইউরো (প্রায় 22,500 টাকা)। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 349 ইউরো (প্রায় 28,100 টাকা)।
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন