এখন বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফিচার ছয় মাসের মধ্যে মিডরেঞ্জে পৌঁছে যায়। এই কারনেই বেশিরভাগ ভারতীয় মিডরেঞ্জ স্মার্টফোন কিনতে আগ্রহী। যদিও প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষস্থান দখল করে আছে OnePlus।
10,000 টাকা থেকে 15,000 টাকা দামে ভারতে সবথেকে সফল Xiaomi। সোমবার এক সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে এই সেগমেন্টের গ্রাহকদের সবথেকে পছন্দের ব্র্যান্ড Xiaomi।
ভারতে প্রত্যেক তিন জন স্মার্টফোন গ্রাহকের দুই জন এই সেগমেন্টে স্মার্টফোন কেনেন। এই মুহুর্তে প্রতি পাঁচ জন গ্রাহকের মধ্যে চার জন গ্রাহক নিজের স্মার্টফোনে সন্তুষ্ট। সম্প্রতি এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
“প্রতিদিন আরও ধারালো হচ্ছে ভারতে স্মার্টফোন গ্রাহকের বুদ্ধি। বেশিরভাগ গ্রাহক এই মুহুর্তে তাদের দ্বিতীয় বা তৃতীয় স্মার্টফোন ব্যবহার করছে। এখন মিডরেঞ্জ সেগমেন্টের ফোনেও থাকে সেরা ফিচার।” বলে এই রিপোর্টে জানানো হয়েছে।
এখন বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফিচার ছয় মাসের মধ্যে মিডরেঞ্জে পৌঁছে যায়। এই কারনেই বেশিরভাগ ভারতীয় মিডরেঞ্জ স্মার্টফোন কিনতে আগ্রহী। যদিও প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষস্থান দখল করে আছে OnePlus। 25,000 টাকা থেকে 40,000 টাকা সেগমেন্টে শীর্ষস্থান দখল করে আছে চিনের কোম্পানিটি।
ভারতে সবথেকে পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi, দুই নম্বরে রয়েছে Smasung আর তিনে রয়েছে OnePlus। এর পরে রয়েছে Oppo, Vivo, Apple আর Honor এর মতো কোম্পানিগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios