Xiaomi Play এর সাথেই পরবর্তী Redmi ফোনে থাকবে 48MP ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 675 চিপসেট আর গ্লাস ব্যাক।
Photo Credit: Weibo
17 থেকে 26 ডিসেম্বরের মধ্যে এই ফোন লঞ্চের পরিকল্পনা করছিল চিনের কোম্পানিটি
24 ডিসেম্বর বাজারে আসছে পরবর্তী Xiaomi স্মার্টফোন। নতুন এই ফোনের নাম Xiaomi Play। Xiaomi Play তে থাকছে 48MP রিয়ার ক্যামেরা। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে জানানো হয়েছে 24 ডিসেম্বর এই স্মার্টফোন লঞ্চ হবে। 2000 ইউয়ান দামে (প্রায় 20,800 টাকা) লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
আগামী 17 থেকে 26 ডিসেম্বরের মধ্যে এই ফোন লঞ্চের পরিকল্পনা করছিল চিনের কোম্পানিটি। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে 24 ডিসেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন। তবে এই ফোন সম্পর্কে কোন ত্থ্য এখনও সামনে আসেনি। তবে এই ফোনের নাম হতে চলেছে Xiaomi Play। কোম্পানির Mi ও Redmi সিরিজের পাশাপাশি থাকছে চলেছে নতুন Xiaomi Play সিরিজ।
সম্প্রতি এক রিপোর্টে থেকে জানা গিয়েছে গেমারদের কথা মাথায় রেখে Xiaomi Play ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যেই বাজারে রয়েছে Xiaomi –র Black Shark গেমিং স্মার্টফোন। জুন মাসে লঞ্চ হওয়া Honor Play স্মার্টফোনে রয়েছে টার্বো GPU। এই স্মার্টফোনকে কড়া প্রতিযোগিতার সামনে দাঁড় করাবে Xiaomi Play।
অনেকে মনে করছেন চিনে Xiaomi Play নামে লঞ্চ হতে চলেছে অগাস্ট মাসে ভারতে লঞ্চ হওয়া Poco F1। এই ফোনের প্রধান আকর্ষণ Snapdragon 845 চিপসেট, লিকুইডকুল টেকনোলজি, 6.18 ইঞ্চি ডিসপ্লে, 12MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।
Xiaomi Play এর সাথেই পরবর্তী Redmi ফোনে থাকবে 48MP ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 675 চিপসেট আর গ্লাস ব্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Windows 11 Update Causes Classic Outlook to Become Unresponsive; Users Urged to Use Webmail
Forza Horizon 6 Gameplay, Cars and Features Revealed; Release Date Confirmed