শিঘ্রই Poco F1ফোনে আসতে চলেছে Widevine L1 সাপোর্ট। সম্প্রতি MIUI ফোরামে এই কথা জানিয়েছে Xiaomi। এই বছরের শেষে বিটা রমের হাত ধরে Poco F1 ফোনে Widevine L1 পৌঁছাবে। নতুন এই ফিচারের ফলে Poco F1 ফোনে Amazon Prime ও Netflix এর মতো ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট থেকে HD ভিডিও স্ট্রিম করা যাবে।
অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1। লঞ্চের পরেই এই ফোনে Widevine L1 সাপোর্ট না থাকার অভিযোগ তোলেন গ্রাহকরা। Google ও Qualcomm এর সাথে হাত মিলিয়ে Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট নিয়ে আসার কাজ করছে Xiaomi। Widevine L1 এর পরিবর্তে Poco F1 এ রয়েছে Widevine L3 সাপোর্ট। এর ফলেই অনলাইনে ভিডিও দেখার সময় HD এর পরিবর্তে SD তে ভিডিও দেখে সন্তুষ্ট থাকতে হয় Poco F1 গ্রাহকদের। প্রসঙ্গত এর আগে OnePlus 5T এর মত জনপ্রিয় ফোনে Widevine L1 ফিচার বাদ গিয়েছিল।
MIUI ফোরামে জানানো হয়েছে Widevine L1 সাপোর্টের সাথেই স্ট্যাটাস বারে নোটিফিকেশান আইকনে যে সমস্যা দেখা যাচ্ছে তা সমাধান হবে এই আপডেটে। ইতিমধ্যেই MIUI 10 গ্লোবাল বিটা 8.10.17 তে নতুন অপশানে স্ট্যাটাস বারে নোটিফিকেশান আইকন দেখা যায়। এই আইকন এনেবেল করতে Settings > Notifications & Status bar তে গিয়ে Show Icons for incoming notifications অপশান এনেবেল করতে হবে।
এই মাসের শুরুতেই Poco F1এর ডিসপ্লের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারন জানিয়েছে Xiaomi। Poco F1 ফোনের ডিসপ্লে ব্লিডিং এর কারন হিসাবে Xiaomi জানিয়েছে ফোনের বিশেষ MIUI স্কিনের নীচের দিক বেশি উজ্জ্বল। তাই গ্রাহকের এই রকম মনে হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন