Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Poco। সম্প্রতি এই ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন।
পৃথক ব্র্যান্ডের তকমা পেল Poco
2018 সালে Xiaomi-র সাব-ব্রান্ড হিসাবে আত্মপ্রকাশ করেছিল Poco। আপাতত একটি মাত্র ফোন Poco F1 ভারত সহ গোটা বিশ্বের গ্রাহকদের মন জয় করেছে। এবার Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Poco। সম্প্রতি এই ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন।
সম্প্রতি টুইটারে জৈন জানিয়েছেন, এবার থেকে পৃথক ব্র্যান্ড হিসাবে কাজ করবে Poco। যদিও Poco ব্র্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে কোন মন্তব্য করেননি তিনি। 2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। এর পরে Poco সাব-ব্র্যান্ডের অধীনে কোন স্মার্টফোন লঞ্চ করেনি কোম্পানি। জৈন জানিয়েছে, ‘Poco ব্র্যান্ড নিজে থেকেই পরিচালনা করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। Poco F1 এর দুর্দান্ত সাফল্যের পরে স্মার্টফোন দুনিয়ায় নাম করেছে Poco।
এক প্রেস বিবৃতিতে Xiaomi জানিয়েছে, ‘Poco-র নিজস্ব দল মার্কেটিং কৌশল তৈরি করবে।' বিবৃতিতে মনু জানিয়েছেন, ‘অল্প সময়ের মধ্যে সাব-ব্র্যান্ড থেকে নিজস্ব পরিচয় বানিয়ে নিয়েছে Poco। সব বয়সের মানুষের মধ্যেই দারুণ জনপ্রিয় Poco F1। 2020 সালেও কোম্পানির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন এটা। এবার Poco-র এগিয়ে যাওয়ার সময় এসেছে। তাই Poco কে পৃথক ব্র্যান্ড হিসাবে ঘোষণা করছি আমরা। Poco-র দলকে আমার সাথে শুভেচ্ছা জানাতে অনুরোধ করছি।'
অন্যদিকে টুইটারে Redmi India অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। সেখানে ‘Redmi by Xiaomi' লেখা দেখা গিয়েছে। গত বছর চিনে পৃথক ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করেছিল Redmi। গত বছর এক সাক্ষাৎকারে Gadgets 360 কে মনু কুমার জৈন জানিয়েছিলেন, কম ফোন লঞ্চ করে বাজারে আরও বেশি প্রভাব ফেলতে চায় Redmi। চিনের মতোই ভারতের Redmi কে পৃথক ব্র্যান্ড হিসাবে নিয়ে আসতে পারে Xiaomi। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি বেজিংয়ের কোম্পানিটি।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Starlink Executive Clarifies: India Pricing Was a 'Glitch', Still Awaiting Launch Approval
Honor Robot Phone to Enter Mass Production in H1 2026, Tipster Claims