সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। আজ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi 6। বৃহস্পতিবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে। Redmi 6 ফোনের ভিতরে থাকবে MediaTek প্রসেসার। এই প্রথম ভারতে MediaTek প্রসেসার দিয়ে ফোন লঞ্চ করল Xiaomi। এছাড়াও Redmi 6 এ থাকবে ডুয়াল ক্যামেরা আর 18:9 ডিসপ্লে।
ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম 7,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে 9,499 টাকা। বৃহস্পতিবার Flipkart আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।
Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন