Photo Credit: ISRO
স্পেসফ্লাইটের লক্ষ্যে ক্রূ এসকেপ সিস্টেমের প্রথম পরীক্ষা সফলভাবে পাশ করল ভারতের স্পেস এজেন্সি ISRO।
এক বিবৃতিতে ISRO জানিয়েছে মানুষের স্পেস্ফলাইটের জন্য ক্রূ এসকেপ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি।
“কোন কারনে যদি লঞ্চ বাতিল হয় তবে মহাকাশচারীদের জলদি লঞ্চ ভেইকেল থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এই ক্রূ এসকেপ সিস্টেম তৈরী হয়েছে। প্রথম পরীক্ষার (প্যাড থেকে সরানোর পরীক্ষা) মাধ্যমে লঞ্চ প্যাড থেকে ক্রূ মডিউলটি সরুক্ষিতভাবে কীভাবে সরিয়ে নেওয়া যায় তা দেখানো হয়েছে।”
ISRO-র মতে পাঁচ ঘন্টার এই মসৃণ কাউন্টডাউন সফল্ভাবে শেষ হয়েছে। ক্রূ এসকেপ মডিউলটির ওজন 12.6 টন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সকাল 7 টায় এই পরীক্ষা হয়েছে।
মাত্র 259 সেকেন্ডে এই পরীক্ষা শেষ হয়ে যায়। এই সময়ে ক্রূ এসকেপ সিস্টেমের সাথেই ক্রূ মডিউল আকাশে ছুঁড়ে 2.9 কিমি দূরে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হয়।
সাতটি কুইক অ্যাকশান সলিড মোটরের সাহায্যে ক্রূ মডিউলটি 2.7 কিমি উপরে উঠে যায়। এরপরে নিরাপদ দুরত্বে গিয়ে পড়ে ক্রূ মডিউলটি।
এই টেস্ট ফ্লাইটে 300 টি আলাদা সেন্সারের মাধ্যমে বিভিন্ন মিশন পারফর্মেন্স মাপা হয়।
রিকভারি প্রোটোকল মেনেত রিকভারি বোট মডিউলটি নিয়ে আসে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন