Google Chrome-এর অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য এক নতুন ফিচার চালু হয়েছে যার ফলে ব্যবহারকারীরা ব্রাউজারের শীর্ষে অবস্থিত সার্চ বার নীচে সরাতে পারবে।
 
                Photo Credit: Google
Chrome-এর অ্যাড্রেস বারের উপরে এবং নীচের স্থানের মধ্যে একটি বেছে নিতে পারবেন
Google Chrome-এর অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য এক নতুন ফিচার রোলআউট হয়েছে যার ফলে এখন ব্যবহারকারীরা ব্রাউজারের শীর্ষে অবস্থিত সার্চ বা অ্যাড্রেস বারের জায়গা পরিবর্তন করতে পারবে। সাম্প্রতিক সময়ে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাদের সার্চ ইঞ্জিন আরও উন্নত করে তুলেছে৷ ভারতে নতুন AI মোড এনে সাড়া ফেলে দিয়েছে টেক জায়ান্টটি, যার মাধ্যমে চোখের নিমেষে সমস্ত জটিল প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে৷ এককথায়, সাধারণ সার্চের থেকে দ্রুত এবং কার্যকরী ফলাফল আসছে৷ সেই তুলনায় ক্রোমের আপডেটটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও বিভিন্ন আকারের স্ক্রিনযুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রোম ব্যবহার করা সহজ করে তোলে৷ Google Chrome-এর iOS অ্যাপে এই ফিচার এক বছরেরও বেশি সময় ধরে চালু রয়েছে। সেটাই অবশেষে Android অ্যাপে আসছে৷
গুগল ক্রোমের নতুন আপডেটের ফলে বিভিন্ন হাতের আকারের ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুসারে ব্রাউজারের একেবারে শীর্ষে অবস্থিত সার্চ বারের জায়গা বদল করতে পারবে৷ সহজে ব্যবহারের জন্য, এটি অ্যাপের নীচে সরানো যাবে৷ গুগল একটি ব্লগ পোস্টে অ্যান্ড্রয়েডে ক্রোমের জন্য নতুন আপডেটের বৈশিষ্ট্যের ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে৷ টেক জায়ান্টটি লিখেছে, "এটি ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস বারের অবস্থান পরিবর্তন করে তাদের ব্রাউজিং অভিজ্ঞতা কাস্টমাইজ করতে দেয়। আরও ভালো ব্যবহারের জন্য এটি অ্যাপের নীচে সরানো যেতে পারে, বিশেষ করে বড় স্ক্রিনযুক্ত ফোনে।"
লক্ষ্য করে দেখবেন, ক্রোম বা গুগল অ্যাপে সার্চ বারটি সবসময় উপরে থাকে৷ এক হাতে মোবাইল থাকলে ক্রোমের উপরে গিয়ে আঙুল ছুঁয়ে টাইপ করাটা কষ্টের৷ যাদের বড় ফোন, কিন্তু হাত ছোট, তাদের ক্ষেত্রে অসুবিধা আরও বেশি৷ তাই বড় ছোট সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতেই ক্রোমের অ্যাড্রেস বার নীচে নামানোর সুবিধা আনল গুগল৷ এটি চালু করতে আপনাকে যে যে কাজ করতে হবে:
1. অ্যান্ড্রয়েডে গুগল ক্রোম অ্যাপটি খুলুন
2. অ্যাড্রেস বা ঠিকানা বার কিছুক্ষণ চেপে রাখুন এবং বারটি নীচে সরানোর অপশন নির্বাচন করুন
3. অথবা, অ্যাপের সেটিংস মেনুতে নেভিগেট করুন
4. অ্যাড্রেস বার সিলেক্ট করে আপনার পছন্দের স্থান নির্বাচন করুন
উল্লেখ্য, বর্তমানে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে ওয়ান-হ্যান্ড বা এক-হাতে মোড থাকে যা স্ক্রিন নীচে নামিয়ে উপরে পৌঁছানো সহজ করে তোলে৷ তবে প্রতিবার অ্যাপ খোলার সময় সেটি নীচে নামাতে হয়৷ সেখানে নতুন আপডেটে সুবিধাটি চিরস্থায়ী থাকবে৷ তবে যতক্ষণ না আপনি সরাতে চান, অ্যাড্রেস বারটি ডিফল্ট হিসাবে শীর্ষেই থাকবে৷
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, iPhone ব্যবহারকারীদের জন্য, Google Chrome-এর iOS অ্যাপে এই ফিচার এক বছরেরও বেশি সময় ধরে চালু আছে। ব্রাউজারে একই ট্যাপ অ্যান্ড হোল্ড জেসচার ব্যবহার করে এটি ব্যবহার করা হয় যা "Address bar to the bottom" অপশন দেখায়।
গুগল জানিয়েছে যে নতুন আপডেটটি গতকাল থেকেই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে উপলব্ধ হবে এবং আগামী আগামী কয়েক সপ্তাহের মধ্যে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। তবে Gadgets 360 পিক্সেল ফোনের অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে ক্রোম আপডেট করার পরেও নতুন বৈশিষ্ট্যটি খুঁজে পায়নি। তাই আমাদের অনুমান, এটি সম্ভবত ব্যাচ ধরে রোলআউট করা হচ্ছে ও সমস্ত ডিভাইসে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                            
                                Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                        
                     Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                            
                                Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                        
                     Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                            
                                Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                        
                     Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online
                            
                            
                                Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online