নতুন ফাস্ট রিচার্জ (FRC) নিয়ে এল Airtel। প্রসঙ্গত যে কোন নতুন মোবাইল কানেকশান শুরুর সময় একটি বিশেষ রিচার্জ করতে হয়। এই রিচার্জে বিশেষ সুবিধা দিয়ে থাককে টেলিকম কোম্পানিগুলি। Airtel এর নতুন FRC তে টকটাইম ও ডাটার সাথেই পাওয়া যাবে 28 দিন ভ্যালিডিটি।
সম্প্রতি 76 টাকার FRC লঞ্চ করেছে Airtel। এই রিচার্জে কোম্পানির নতুন গ্রাহকরা 26 টাকা টকটাইম পাবেন। সাথে থাকবে 100MB ডাটা। 76 টাকা FRC করলে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে শুধু নতুন গ্রাহকরা প্রথম রিচার্জেই এই সুবিধা পাবেন।
নতুন কানেকশান নেওয়ার পর প্রথম রিচার্জের সময় My Airtel অ্যাপ থেকে এই রিচার্জ করলেই এই প্ল্যান শুরু হবে। Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই প্ল্যানে কল করতে মিনিটে 60 পয়সা করে খরচ হবে।
76 টাকা ছাড়াও প্রথম রিচার্জের সময় Airtel গ্রাহকরা 178 টাকা, 229 টাকা, 344 টাকা, 495 টাকা ও 559 টাকা রিচার্জ করতে পারবেন। নতুন গ্রাহকদের প্রথম রিচার্জে 126GB পর্যন্ত ডাটা দিচ্ছে Airtel।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন