200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের

Airtel-এর বন্ধ করা দুই প্ল্যানে 30 দিনের জন্য অতিরিক্ত ডেটা পাওয়া যেত।

200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের

Photo Credit: Reuters

Airtel discontinues two prepaid recharge packs

হাইলাইট
  • Airtel বন্ধ করেছে 121 টাকা ও 181 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান
  • এই প্ল্যানের সঙ্গে Airtel Xtreme Play Premium সাবস্ক্রিপশন ফ্রি ছিল
  • Airtel-এর এখন সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান হল 100 টাকা
বিজ্ঞাপন

Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর শোনাল৷ 200 টাকার নিচে দুইটি প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে তারা। 121 টাকা এবং 181 টাকা দামের ডেটা প্যাক আর রিচার্জ করা যাবে না। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি ছিল 30 দিনের এবং হাই-স্পিড ইন্টারনেট অফার করতো। প্ল্যানের সঙ্গে Airtel Xtreme Play Premium সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতেন গ্রাহকরা। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা Netflix, JioHotstar SonyLIV-সহ 25টিও বেশি OTT প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পেতেন। কিন্তু এখন সে সব বন্ধ। আনলিমিটেড কলের পরিবর্তে যদি শুধুমাত্র ডেটার প্রয়োজন হয়, তাহলে অন্য কোনও প্রিপেইড রিচার্জ প্ল্যান বেছে নিতে হবে।

Airtel দু'টি ডেটা প্ল্যান বন্ধ করল

এয়ারটেল তাদের ওয়েবসাইট ও অ্যাপ আপডেট করেছে, যেখানে দেশের বিভিন্ন সার্কেলে সমস্ত প্রিপেইড রিচার্জ প্ল্যানের নতুন দাম এবং সুবিধাগুলি বিস্তারিত আকারে দেওয়া আছে। টেলিকম সংক্রান্ত খবর প্রকাশের জন্য পরিচিত একটি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে, সংস্থাটি 121 টাকা এবং 181 টাকার ডেটা প্যাক দু'টি রিচার্জ অপশন থেকে সরিয়ে ফেলেছে। এই বন্ধ হওয়া প্ল্যানে শুধুমাত্র 30 দিনের জন্য অতিরিক্ত ডেটা পাওয়া যেত। গ্যাজেটস 360 নিজেও যাচাই করে দেখেছে, এই প্ল্যানগুলো সত্যিই আর উপলব্ধ নেই।

এয়ারটেলের 121 টাকার প্যাকটি মোট 8 জিবি ডেটা ব্যবহারের সুবিধা দিত, যার মধ্যে বেস ডেটা 6 জিবি ছিল। আর বাকি 2 জিবি ডেটা পাওয়া যেত একটাই শর্তে, যদি গ্রাহক এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে রিচার্জ করেন। অন্য দিকে, 181 টাকার প্ল্যানটি OTT পরিষেবার সঙ্গে বান্ডেল করা ছিল। 30 দিনের জন্য 15 জিবি উচ্চগতির ডেটার পাশাপাশি, 30 দিনের জন্য এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপলব্ধ ছিল।

Airtel আর কী কী বিকল্প প্ল্যান অফার করছে?

বর্তমানে এয়ারটেলের ঝুলিতে 30 দিন মেয়াদের চারটি প্রিপেইড ডেটা প্ল্যান রয়েছে। যেগুলি হল, 100 টাকা, 161 টাকা, 195 টাকা, ও 361 টাকা। 161 টাকার প্ল্যানে এক মাসের জন্য 12 জিবি ডেটা ব্যবহার করা যাবে। 195  টাকার প্ল্যানটি "বেস্ট ক্রিকেট প্যাক" হিসেবেও পরিচিত। কারণ এটি এক মাসের জন্য জিওহটস্টার মোবাইল অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন প্রদান করে।

30 দিন ভ্যালিডিটির শেষ 361 টাকার প্ল্যানে 50 জিবি ডেটা পাওয়া যায়। এয়ারটেল জানিয়েছে, কোটা শেষ হয়ে গেলে প্রতি এমবি পিছু 50 পয়সা চার্জ করা হবে। প্রসঙ্গত, সংস্থাটি অক্টোবরে 1.2 মিলিয়ন নতুন ওয়্যারলেস গ্রাহক পেয়েছে। ফলে তাদের গ্রাহক সংখ্যা 393.7 মিলিয়নে পৌঁছেছে। 484.7 মিলিয়ন সাবস্ক্রাইবার-সহ শীর্ষস্থানে রয়েছে জিও।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme Neo 8 আসতে পারে জানুয়ারিতে, 8000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসরে করবে বাজিমাত
  2. BSNL ফিরিয়ে আনল 1 টাকার রিচার্জ প্ল্যান, 30 দিন আনলিমিটেড কলিং ও ডেইলি 2GB ডেটা ফ্রি
  3. Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google
  4. OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
  5. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  6. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  7. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  8. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  9. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  10. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »