Airtel-এর বন্ধ করা দুই প্ল্যানে 30 দিনের জন্য অতিরিক্ত ডেটা পাওয়া যেত।
Photo Credit: Reuters
Airtel discontinues two prepaid recharge packs
Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর শোনাল৷ 200 টাকার নিচে দুইটি প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে তারা। 121 টাকা এবং 181 টাকা দামের ডেটা প্যাক আর রিচার্জ করা যাবে না। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি ছিল 30 দিনের এবং হাই-স্পিড ইন্টারনেট অফার করতো। প্ল্যানের সঙ্গে Airtel Xtreme Play Premium সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতেন গ্রাহকরা। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা Netflix, JioHotstar SonyLIV-সহ 25টিও বেশি OTT প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পেতেন। কিন্তু এখন সে সব বন্ধ। আনলিমিটেড কলের পরিবর্তে যদি শুধুমাত্র ডেটার প্রয়োজন হয়, তাহলে অন্য কোনও প্রিপেইড রিচার্জ প্ল্যান বেছে নিতে হবে।
এয়ারটেল তাদের ওয়েবসাইট ও অ্যাপ আপডেট করেছে, যেখানে দেশের বিভিন্ন সার্কেলে সমস্ত প্রিপেইড রিচার্জ প্ল্যানের নতুন দাম এবং সুবিধাগুলি বিস্তারিত আকারে দেওয়া আছে। টেলিকম সংক্রান্ত খবর প্রকাশের জন্য পরিচিত একটি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে, সংস্থাটি 121 টাকা এবং 181 টাকার ডেটা প্যাক দু'টি রিচার্জ অপশন থেকে সরিয়ে ফেলেছে। এই বন্ধ হওয়া প্ল্যানে শুধুমাত্র 30 দিনের জন্য অতিরিক্ত ডেটা পাওয়া যেত। গ্যাজেটস 360 নিজেও যাচাই করে দেখেছে, এই প্ল্যানগুলো সত্যিই আর উপলব্ধ নেই।
এয়ারটেলের 121 টাকার প্যাকটি মোট 8 জিবি ডেটা ব্যবহারের সুবিধা দিত, যার মধ্যে বেস ডেটা 6 জিবি ছিল। আর বাকি 2 জিবি ডেটা পাওয়া যেত একটাই শর্তে, যদি গ্রাহক এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে রিচার্জ করেন। অন্য দিকে, 181 টাকার প্ল্যানটি OTT পরিষেবার সঙ্গে বান্ডেল করা ছিল। 30 দিনের জন্য 15 জিবি উচ্চগতির ডেটার পাশাপাশি, 30 দিনের জন্য এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপলব্ধ ছিল।
বর্তমানে এয়ারটেলের ঝুলিতে 30 দিন মেয়াদের চারটি প্রিপেইড ডেটা প্ল্যান রয়েছে। যেগুলি হল, 100 টাকা, 161 টাকা, 195 টাকা, ও 361 টাকা। 161 টাকার প্ল্যানে এক মাসের জন্য 12 জিবি ডেটা ব্যবহার করা যাবে। 195 টাকার প্ল্যানটি "বেস্ট ক্রিকেট প্যাক" হিসেবেও পরিচিত। কারণ এটি এক মাসের জন্য জিওহটস্টার মোবাইল অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন প্রদান করে।
30 দিন ভ্যালিডিটির শেষ 361 টাকার প্ল্যানে 50 জিবি ডেটা পাওয়া যায়। এয়ারটেল জানিয়েছে, কোটা শেষ হয়ে গেলে প্রতি এমবি পিছু 50 পয়সা চার্জ করা হবে। প্রসঙ্গত, সংস্থাটি অক্টোবরে 1.2 মিলিয়ন নতুন ওয়্যারলেস গ্রাহক পেয়েছে। ফলে তাদের গ্রাহক সংখ্যা 393.7 মিলিয়নে পৌঁছেছে। 484.7 মিলিয়ন সাবস্ক্রাইবার-সহ শীর্ষস্থানে রয়েছে জিও।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February