তিনটি দারুন প্রিপেইড প্যাক নিয়ে এলো এয়ারটেল, থাকছে বিভন্ন OTT প্ল্যাটফর্মে প্রবেশাধিকারের সুযোগ

এয়ারটেলের all-in-one OTT প্যাকের দাম শুরু হচ্ছে মাত্র 279 টাকা থেকে

তিনটি দারুন প্রিপেইড প্যাক নিয়ে এলো এয়ারটেল, থাকছে বিভন্ন OTT প্ল্যাটফর্মে প্রবেশাধিকারের সুযোগ

Photo Credit: Reuters

এয়ারটেলের নতুন অল-ইন-ওয়ান OTT প্রিপেইড রিচার্জ পোর্টফোলিওতে চারটি প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে

হাইলাইট
  • এয়ারটেলের নতুন এন্টারটেইনমেন্টের প্যাকটি প্রিপেইড গ্রাহকদের জন্য উপলব্
  • 598 টাকার প্ল্যানটিতে OTT-তে প্রবেশাধিকার সহ কলিং এবং ডেটার সুবিধা আছে
  • 279 টাকার প্ল্যানটি একমাসের জন্য প্রধান OTT প্ল্যাটফর্মগুলিতে সাবস্ক্রি
বিজ্ঞাপন

ভারতী এয়ারটেল তাদের ভারতীয় প্রিপেইড গ্রাহকদের জন্য বিগত মঙ্গলবার একটি নতুন OTT রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যানটি 25 টিরও বেশি OTT প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেয়। কোম্পানির নতুন এন্ট্রি-লেভেল প্লানটির দাম শুরু হচ্ছে মাত্র 279 টাকা থেকে এবং এটি একমাসের জন্য বৈধতার সাথে এসেছে। এটি গ্রাহকদের Netflix, Jio Hotstar, Zee5 এবং Sonyliv-এর প্ল্যাটফর্মগুলিতে ভারতী এয়ারটেল তাদের ভারতীয় প্রিপেইড গ্রাহকদের জন্য বিগত মঙ্গলবার একটি নতুন OTT রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যানটি 25 টিরও বেশি OTT প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেয়। কোম্পানির নতুন এন্ট্রি-লেভেল প্লানটির দাম শুরু হচ্ছে মাত্র 279 টাকা থেকে এবং এটি একমাসের জন্য বৈধতার সাথে এসেছে। এটি গ্রাহকদের Netflix, Jio Hotstar, Zee5 এবং Sonyliv-এর প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্ট দেখার সুযোগ দেয়। এছাড়াও এই টেলিকম কোম্পানিটি 598 টাকার এবং 1729 টাকার দুটি মনোরঞ্জনের প্যাক নিয়ে এসেছে, যেগুলো যথাক্রমে 28 দিন এবং 84 দিনের বৈধতা বহন করে। উপরোক্ত সমস্ত প্ল্যানগুলি গ্রাহকদের অপরিসীম 5G ডেটা এবং অপরিসীম কল করার অফার করে।

এয়ারটেলের all-in-one OTT এন্টারটেনমেন্ট প্যাকের সুবিধা:

এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য 279 টাকার একদম নতুন all-in-one OTT ব্যান্ডেলের প্যাক লঞ্চ করেছে, সাথে আরো দুটি প্যাক এনেছে, যেগুলি দাম 598 টাকা এবং 1729 টাকা। নতুন প্ল্যানগুলি 25-টির ও বেশি OTT প্ল্যাটফর্মে প্রবেশাধিকারের সুযোগ দেয় যেমন- Netflix, Jio Hotstar, Zee5, Sonyliv, LionsgatePlay, AHA, SunNxt, Hoichoi, ErosNow, ShemarooMe ছাড়াও আরো অনেক। এটিতে গ্রাহকরা মাত্র একবার সাবস্ক্রিপশনের সাথে সাথে 16 টিরও বেশি ভাষায় পারস্পরিক এবং আঞ্চলিক কনটেন্টগুলিকে দেখতে পারবে এবং প্ল্যানটি অপরিসীম 5G ডেটা প্রদান করে থাকে।

এয়ারটেলের 279 টাকার রিচার্জ প্ল্যানটির বৈধতা এক মাস। প্ল্যানটি গ্রাহকদের কাছে Netflix বেসিক, Zee5, jioHotstar এবং Airtel Xstream Play প্রিমিয়ামের সাবস্ক্রিপশন অফার করে। এয়ারটেল জানিয়েছে যে, এই প্যাকের সাথে আরো 750 টাকা পে করলে গ্রাহকরা বিভিন্নরকম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রবেশ করার সুযোগ পাবে।

এসবের পাশাপাশি কোম্পানি একটি নতুন 279 টাকার প্রিপেইড কনটেন্ট-only প্যাক চালু করেছে, যেটির বৈধতা এক মাস। এটি Netflix বেসিক, Zee5, JioHotstar এবং এয়ারটেলের Xstream প্লে প্রিমিয়ামের পাশাপাশি প্রতিমাসে 1 জিবি করে ডেটা দেয়।

এয়ারটেলের 598 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের উপরোক্ত সমস্ত OTT প্ল্যাটফর্মগুলিতে প্রবেশাধিকারের পাশাপাশি অপরিসীম 5G ডেটা, অপরিসীম ভয়েস কলের সুবিধা দেয়। প্লানটির বৈধতা 28 দিন।
অবশেষে এবার 1,729 টাকার রিচার্জ প্লানটির কথা বলা যাক, এটি গ্রাহকদের 84 দিনের বৈধতার সাথে অপরিসীম ডেটা, অপরিসীম ভয়েস কল এবং একই OTT প্ল্যাটফর্মের সুবিধা দিতে চলেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল
  2. ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic
  3. ফোল্ডেবল ফোনের শখ মেটাতে সাশ্রয়ী মূল্যে ভারতে এল Samsung Galaxy Z Flip 7 FE
  4. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
  5. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
  6. OnePlus Pad Lite বাজারে এল, মধ্যবিত্তের বাজেটে 11 ইঞ্চি স্ক্রিন ও 9340mAh ব্যাটারি
  7. জলে ভিজলেও দিব্যি চলবে, Moto G96 সেরা ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সাথে হাজির
  8. গিরগিটির কায়দায় রঙ বদল! নতুন স্মার্টফোনে বিরাট চমক আনল Oppo
  9. Samsung Galaxy Unpacked 2025: আজ ঘরে বসেই দেখুন Galaxy Z Fold 7, Z Flip 7 ফোনের লঞ্চ ইভেন্ট
  10. OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »