48 টাকা প্রিপেড প্ল্যানে 28 দিন 4G ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে মোট 3GB ডেটা দেবে Airtel। অন্যদিকে 98 টাকা প্ল্যানে 6GB ডেটা পাওয়া যাবে। দুটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 98 টাকা প্ল্যানে 10 টি SMS বিনামূল্যে পাওয়া যাবে।
98 টাকা আর 48 টাকা ডেটা প্ল্যান নিয়ে এল Airtel
প্রিপেড গ্রাহকদের জন্য সস্তা দামে একাধিক নতুন ডেটা প্ল্যান নিয়ে এল Airtel। 48 টাকা ও 98 টাকার প্ল্যান দুটি গোটা দেশের সব Airtel প্রিপেড গ্রাহক ব্যবহার করতে পারবেন। এখনো কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যান দেখা না গেলেও সব জনপ্রিয় রিচার্জ অ্যাপে নতুন ডেটা প্ল্যান দুটি দেখা যাচ্ছে। সম্প্রতি নতুন প্রিপেড গ্রাহকদের জন্য 248 টাকা ফাস্ট রিচার্জ নিয়ে এসেছিল গুরুগ্রামের কোম্পানিটি। সেই প্ল্যানে নতুন প্রিপেড গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটির সাথে দিনে 1.4GB ডেটা ব্যবহার করতে পারবেন। এর পরেই নরুন দুটি ডেটা প্ল্যান নিয়ে হাজির হল Airtel।
48 টাকা প্রিপেড প্ল্যানে 28 দিন 4G ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে মোট 3GB ডেটা দেবে Airtel। অন্যদিকে 98 টাকা প্ল্যানে 6GB ডেটা পাওয়া যাবে। দুটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 98 টাকা প্ল্যানে 10 টি SMS বিনামূল্যে পাওয়া যাবে। যে সব গ্রাহকরা কম দামে এক মাস ডেয়াট ব্যবহার করতে চান তাদের কথা মাথায় রেখে এই প্ল্যান নিয়ে এসেছে Airtel।
এছাড়াও 29 টাকায় Airtel প্রিপেডে 520MB ডেটা 28 দিন ব্যবহার করা যাবে। এছাড়া প্রিপেডে আর কোন ডেটা প্ল্যান নেই এয়ারটেলের। তবে 92 টাকায় 6GB ডেটা দেয় Airtel। সেই প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online