মিশে যাচ্ছে BSNL আর MTNL: সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অক্টোবর 2019 19:27 IST
হাইলাইট
  • এক হয়ে যাচ্ছে BSNL আর MTNL
  • এই দুই সংস্থাকে ঘুরে দাঁড়াতে 15,000 কোটি টাকা দেবে কেন্দ্র
  • বুধবার মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

BSNL আর MTNL কে ঘুরে দাঁড়াতে 15,000 কোটি টাকা দেবে কেন্দ্র

এক হয়ে যাচ্ছে BSNL আর MTNL। বুধবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই সংস্থাকে ঘুরে দাঁড়াতে 15,000 কোটি টাকা দেবে কেন্দ্র। এই দুই কোম্পানিকে 4G স্পেকটার্ম দেওয়ার কাজ 2016 সালেই শেষ হয়েছিল।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, “"BSNL ও MTNL এর পুনর্জীবনের জন্য 15,000 কোটি টাকার সার্বভৌম বন্ড পাবে। এই  33,000 কোটি টাকার সম্পদ পর্যবেক্ষণ করা হবে। মন্ত্রীপরিষদ কর্মীদের জন্য একটি আকর্ষণীয় ভিআরএস প্যাকেজকেও অনুমোদন দিয়েছে যা গুজরাট মডেলের থেকে কিছুটা আলাদা। সামান্য আসল গুজরাটের মডেল। সরকার প্রশাসনিক বরাদ্দের ভিত্তিতে 4G স্পেকটার্ম সরবরাহ করবে। BSNL এবং MTNLকে সংহত করার বিষয়ে মন্ত্রীসভা নীতিগত অনুমোদন দিয়েছে এবং যতক্ষণ না এই পদ্ধতি কার্যকর হয় ততক্ষণ MTNL  BSNL এর সহায়ক সংস্থা হবে।”

ভারতের টেলিকম বাজারে Jio -র প্রবেশের পরে কম দামে ডেটা ও ভয়েস কল দিয়ে প্রতিযোগীদের ঘায়েল করেছে। বাজারে টিকে থাকতে গত বছর এক হয়েছিল Vodafone আর Idea। এবার দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা এক হয়ে টিকে থাকার মরিয়া চেষ্টা চালাবে।

প্রায় এক দশক ধরে BSNL ও MTNL এক হয়ে যাওয়ার কথা চলছে। যদিও এতদিন তা দিনের আলো দেখতে পায়নি। 2019 আর্থিক বছরে প্রায় 14,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে BSNL। এখনও গটা দেশে BSNL এর 4G নেটওয়ার্ক শুরু হয়নি। যা এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে বেসরকারি প্রতিযোগীদের থেকে পিছিয়ে দিয়েছে। গোটা দেশে মোট মোবাইল গ্রাহকের 11 শতাংশ BSNL নেটওয়ার্ক ব্যবহার করেন। কোম্পানির মোট গ্রাহক সংখ্যা 12 কোটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, MTNL, DoT
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.