BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 31 জানুয়ারী 2026 13:32 IST
হাইলাইট
  • BSNL এর 1 টাকা প্ল্যানের অফার জানুয়ারি 31 শেষ হচ্ছে
  • 30 দিনের জন্য ফ্রি আনলিমিটেড কল ও দৈনিক 2 জিবি ডেটা
  • সুযোগ হাতছাড়া করলে অফার পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে

BSNL Rs 1 plan offers unlimited voice calls to and 2 GB of data per day

BSNL গ্রাহকদের অনুরোধে 2025 সালের শেষে পুনরায় তাদের 1 টাকার জনপ্রিয় প্রিপেইড রিচার্জ প্ল্যান ফিরিয়ে এনেছিল। বিপুল চাহিদা থাকায় ডিসেম্বরে X (পূর্বনাম টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে প্ল্যানের প্রত্যাবর্তনের ঘোষণা করেছিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। আপনি যদি দ্বিতীয় সিম হিসেবে দৈনন্দিন ব্যবহারের জন্য কোনও নম্বর চালু রাখতে চান, তাহলে 1 টাকার প্ল্যানের কোনও বিকল্প নেই। এতে 299 টাকার রিচার্জ প্যাকের সমস্ত সুবিধা উপলব্ধ। তবে এই অফার খুব সীমিত সময়ের জন্য উপলব্ধ। অর্থাৎ হাতে আর বেশি সময় নেই। সুযোগ হাতছাড়া করলে এক টাকার রিচার্জ প্ল্যান পরবর্তীতে আর নাও পাওয়া যেতে পারে।

BSNL এর 1 টাকা প্ল্যানের অফার আজ শেষ হচ্ছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল পূর্বে জানিয়েছিল, এক টাকার রিচার্জ প্ল্যান জানুয়ারি 31, 2026-এর পর আর পাওয়া যাবে না। যার অর্থ হল আজ অফারের মেয়াদ শেষ হচ্ছে। ফলে যারা এখনও প্ল্যানটি নেওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু করেননি, তাদের জন্য এটাই শেষ সুযোগ। এই প্ল্যান আবার ফেরানো হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু বলেনি টেলিকম সংস্থাটি।

BSNL এর 1 টাকা প্ল্যানের বেনিফিট ও ভ্যালিডিটি

বিএসএনএল মাত্র মাত্র 1 টাকা খরচ করে 30 দিনের জন্য আনলিমিটেড কল করার সুবিধা দিচ্ছে। প্রতি দিন ব্যবহার করা যাবে জিবি 4G ইন্টারনেট ডেটা। এছাড়াও, দৈনিক 100টি এসএমএস ফ্রি থাকছে। ফেয়ার ইউজেস পলিসি বা FUP-এর অধীনে দৈনিক কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি নেমে আসবে 40kbps স্পিডে। নতুন গ্রাহকদের একটি সিম কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

BSNL এর 1 টাকার অফার কীভাবে পাবেন

1 টাকার প্ল্যানটি অনলাইনে উপলব্ধ নেই। প্ল্যানের সুবিধা পেতে গেলে গ্রাহকদের BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলারের কাছে যেতে হবে। দোকানে KYC সম্পূর্ণ করার পর সিম কার্ড দেওয়া হবে। তারপর সেটি 1 টাকার প্ল্যানে চালু করতে হবে। অ্যাক্টিভেশন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী এক মাসের জন্য প্ল্যানের সমস্ত সুবিধা উপভোগ করা যাবে। যারা একটি ব্যাকআপ নম্বর খুঁজছেন বা BSNL নেটওয়ার্ক টেস্ট করতে চান, তাদের কাছে আজই শেষ সুযোগ।

প্রসঙ্গত, BSNL প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি নতুন বার্ষিক প্রিপেইড প্ল্যান চালুর ঘোষণা করেছে, যার নাম Bharat Connect 26। এই প্ল্যানের দাম 2,626 টাকা ও ভ্যালিডিটি 365 দিন। অর্থাৎ প্রতি মাসে প্রায় 218 টাকা খরচ। এতে দৈনিক 2.6 জিবি ডেটা, দিনে 100টি ফ্রি SMS, ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Rs 1 Plan, BSNL latest plan, telecom news, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  2. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  3. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  4. 10,000 টাকা ছাড়ে শুরু হল Motorola Signature ফোনের সেল, ক্যামেরা সেরা
  5. Samsung Galaxy F70 সিরিজ সস্তায় দুর্দান্ত ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হচ্ছে, ছবি ও ভিডিওতে বাজিমাত
  6. Realme 16 5G হাজির 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সাথে, ফোনের পিছনে রয়েছে আয়না
  7. Apple: আয়ে নতুন রেকর্ড, ভারত এখন অ্যাপলের গ্রোথ ইঞ্জিন, লাফিয়ে বাড়ছে আইফোন ইউজারের সংখ্যা
  8. Moto G67 ও Moto G77 স্মার্টফোন 108MP ক্যামেরা এবং Dolby সাউন্ডের সাথে লঞ্চ হল
  9. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
  10. Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.