বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হল BSNL। এই অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা পাওয়া যাবে। 25 ডিসেম্বর থেকে এই অফার শুরু হবে।
1,188 টাকা BSNL প্রিপেড প্ল্যানে 5GB ডেটা ব্যবহার করা যাবে সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করার সুবিধা। এই প্ল্যানের গ্রাহকরা মুম্বাই ও দিল্লি সার্কেলেও বিনামূল্যে আনলিমিটেড কল করতে পারবেন।
BSNL এর কলকাতা ওয়েবসাইটে জানানো হয়েছে একসাথে 1 বছর 2,499 টাকা প্ল্যান সাবস্ক্রিপশন এর থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক। এছাড়াও অন্তত এক মাস এই প্ল্যান ব্যবহার করতে হবে গ্রাহককে।