1,188 টাকা BSNL প্রিপেড প্ল্যানে 5GB ডেটা ব্যবহার করা যাবে সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করার সুবিধা। এই প্ল্যানের গ্রাহকরা মুম্বাই ও দিল্লি সার্কেলেও বিনামূল্যে আনলিমিটেড কল করতে পারবেন।
লম্বা ভ্যালিডিটির প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL
1,188 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। লম্বা ভ্যালিডিটির এই প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই থাকছে ডেটা ব্যবহারের সুবিধা। ইতিমধ্যেই BSNL তামিলনাড়ু সার্কেলের ওয়েবসাইটে এই প্ল্যান দেখা গিয়েছে। 25 জুলাই থেকে এই প্ল্যান শুরু হয়েছে। 90 দিনের মধ্যে এই প্ল্যান রিচার্জ করতে হবে। 1,188 টাকা প্ল্যানে থাকছে 345 দিন ভ্যালিডিটি। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সার্কেলে লম্বা ভ্যালিডিটির 1,399 টাকা আর 1,001 টাকা প্ল্যান নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
1,188 টাকা BSNL প্রিপেড প্ল্যানে 5GB ডেটা ব্যবহার করা যাবে সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করার সুবিধা। এই প্ল্যানের গ্রাহকরা মুম্বাই ও দিল্লি সার্কেলেও বিনামূল্যে আনলিমিটেড কল করতে পারবেন। সাথে থাকছে 1,200 এসএমএস। 1,188 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 345 দিন। 5GB ডেটা ব্যবহার হয়ে গেলে প্রতি মেগাবাইট ডেটা ব্যবহার করতে 25 পয়সা খরচ হবে। লঞ্চের 90 দিনের মধ্যে রিচার্জ করতে হবে গ্রাহককে।
সম্প্রতি 1,399 টাকা আর 1,001 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে BSNL। নতুন দুই প্রিপেড প্ল্যানের সাথে থাকছে আনলিমিটেড কল করার সুবিধা। সাথে থাকছে নির্দিষ্ট পরিমান ডেটা ও এসএমএস। 1,399 টাকা আর 1,001 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 270 দিন। 22 অক্টোবর পর্যন্ত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
তেলেঙ্গানা সার্কেলের BSNL ওয়েবসাইটে দেখা গিয়েছে 1,399 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে দিনে 50 টা এসএমএস আর আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহক। এই প্ল্যানের ভ্যালিডিটি 270 দিন।
অন্যদিকে 1,001 টাকা প্রিপেড প্ল্যানে 9GB ডেটা আর 270 টা এসএমএস এর সাথেই আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং ভয়েস কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও 270 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter