BSNL Samman প্ল্যান 60 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য৷ নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানটির মেয়াদ 365 দিন।
Photo Credit: BSNL
BSNL Samman প্ল্যানের মেয়াদ 365 দিন
সেপ্টেম্বরে 4G চালুর পর থেকেই একের পর এক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড। যেমন গত সপ্তাহে দিওয়ালি বোনাঞ্জা অফার ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি, যা মাত্র 1 টাকার বিনিময়ে নতুন গ্রাহকদের এক মাসের জন্য 4G পরিষেবা উপভোগ করার প্রতিশ্রুতি দিচ্ছে। এবার তারা নিয়ে এল BSNL Samman Plan। এই নতুন প্ল্যানটি 60 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য, যারা সমাজে সিনিয়র সিটিজেন নামে পরিচিত। নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানটির মেয়াদ 365 দিন। এটি এক বছর ভ্যালিডিটির সবথেকে সস্তা প্ল্যান।
বিএসএনএল সম্মান প্ল্যানের মেয়াদ 1 বছর। সিনিয়র সিটিজেনদের লক্ষ্য করে চালু করা নতুন প্ল্যানটির দাম 1,812 টাকা রাখা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে মাত্র 151 টাকা খরচ হবে। এটি প্রতিদিন 2 জিবি ডেটা, দেশের যে কোনও প্রান্তে আনলিমিটিড কলিং, দৈনিক 100টি ফ্রি SMS অফার করবে। আবার সঙ্গে বিনামূল্যে একটি সিম কার্ড পাওয়া যাবে। এছাড়াও, 60 বছরের বেশি বয়স্করা ছয় মাসের জন্য BiTV সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। মনে রাখবেন, প্ল্যানটি আগামী নভেম্বর 18 পর্যন্ত চালু থাকবে।
এদিকে, দীপাবলি উপলক্ষে নতুন গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে বিএসএনএল, যা নভেম্বর 15 পর্যন্ত বৈধ। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির দিওয়ালি বোনাঞ্জা অফারে মাত্র 1 টাকা খরচ করে 4G পরিষেবা উপভোগ করা যাবে। 30 দিনের জন্য যেমন আনলিমিটেড কল করার সুবিধা থাকছে, তেমনই প্রতি দিন 2 জিবি 4G ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে দৈনিক 100টি এসএমএস ফ্রি থাকছে।
BSNL সম্প্রতি VoWiFi পরিষেবা চালু করেছে। এর ফলে দুর্বল নেটওয়ার্ক বা নেটওয়ার্কহীন পরিবেশে ওয়াই-ফাই ব্যবহার করে ভয়েস কল করা যাবে। এতদিন Vi, Jio, Airtel-এর মতো বেসরকারি সংস্থাগুলি এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় বিএসএনএল-এর নাম উঠেছে। এই পরিষেবা পেতে গেলে VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন হবে। ব্যবহারকারীদের কাছ থেকে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
উল্লেখ্য, বিএসএনএল সেপ্টেম্বরের শেষে দেশজুড়ে 4G চালু করেছে। প্রায় 98,000 টাওয়ারের মাধ্যমে 4G পরিষেবা দিচ্ছে তারা। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, ও দক্ষিণ কোরিয়ার কাছে৷ সংস্থার 4G প্রযুক্তি তৈরির দায়িত্বে ছিল তেজস নেটওয়ার্ক, টিসিএস, এবং সি-ডট। বিএসএনএল-এর নেটওয়ার্ক আপগ্রেড করতে 37,000 কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত সরকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Turbo Reportedly Listed on Geekbench With Snapdragon 8s Gen 4 SoC: Expected Specifications, Features
iQOO Z11 Turbo Design Teased; Could Launch With 6.59-Inch Display, Snapdragon 8 Gen 5 SoC