‘অভিনন্দন 151’ নাম নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন এই প্রিপেড প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 SMS এর সুবিধা।
সব সার্কেলের BSNL গ্রাহকরা নতুন 151 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন
‘অভিনন্দন 151' নাম নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন এই প্রিপেড প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 SMS এর সুবিধা। গোটা দেশের সব সার্কেলের BSNL গ্রাহকরা নতুন 151 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে দিল্লি ও মুম্বাই সার্কেল সহ দেশের সব সার্কেলে বিনামূল্যে কল করা যাবে। এবার থেকে BSNL প্রিপেড গ্রাহকরা নিজের নম্বর থেকে *121# ডায়াল করে সেরা অফারগুলি দেখে নিতে পারবেন।
151 টাকা BSNL প্রিপেড রিচার্জের ভ্যালিডিটি 180 দিন। তবে উপরে উল্লেখ করা সুবিধা প্রথম 24 দিন পাওয়া যাবে।
BSNL ওয়েবসাইটে জানানো হয়েছে 151 টাকা রিচার্জে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে দিনে 1 GB ডেটা ব্যবহারের সুবিধা। 13 জুন এই অফার শুরু করেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম কম্পানিটি। 90 দিন এই প্ল্যান রিচার্জ করা যাবে।
Telecom Talk ওয়েবসাইটে প্রথম BSNL 151 টাকা প্ল্যানের খবর সামনে এসেছে। নতুন ও পুরনো BSNL গ্রাহকরা নরুন এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Expands Android Theft Protection With New Security Features