কীভাবে প্রতিদিন 2GB অতিরিক্ত ডাটা পাবেন Jio গ্রাহকরা?

কীভাবে প্রতিদিন 2GB অতিরিক্ত ডাটা পাবেন Jio গ্রাহকরা?

ক্রিকেট টিজার প্যাকে গ্রাহকদের অতিরিক্ত 8GB ডাটা দিয়েছে Jio।

হাইলাইট
  • দ্বিতীয়বার ক্রিকেট প্যাক লঞ্চ করল Jio
  • নতুন প্যাকে মোট 8GB ডাটা পাবেন গ্রাহকরা
  • IPL ফাইনালের আগে লঞ্চ হল এই প্যাক
বিজ্ঞাপন

প্রায় শেষের মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বাকি আর মাত্র দুটি ম্যাচ। আর এই দুটি ম্যাচ অনলাইনে লাইভ দেখার জন্য Jio তাদের গ্রাহকদের দিচ্ছে বাড়তি ডাটা। IPL শুরুর সময় কোম্পানি লঞ্চ করেছিল 251 টাকার নতুন প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা 51 দিনের জন্য রোজ 2GB করে ডাটা পেয়েছেন। ক্রিকেট প্যাকে প্রায় সবকটি ম্যাচ লাইভ দেখা সম্ভব হয়েছে গ্রাহকদের। সম্প্রতি ক্রিকেট টিজার প্যাকে গ্রাহকদের অতিরিক্ত 8GB ডাটা দিয়েছে Jio। এবার নতুন এই প্ল্যান করে আবারও গ্রাহকদের মন ভালো করার চেষ্টা করল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি।

সম্প্রতি নতুন ক্রিকেট প্যাক লঞ্চ করেছে Jio। এই প্যাকের ভ্যালিডিটি মাত্র 4 দিন। মোট 8GB ডাটা পাওয়া যাবে এই প্যাকে। এই প্যানের অধীনে গ্রাহকরা প্রতিদিন 2GB করে 4G ডাটা ব্যাবহার করতে পারবেন। দিনের 2GB শেষ হয়ে গেলে 64 kbps স্পিডে আনলিমিটেড ডাটা ব্যাবহার করা যাবে এই প্ল্যানে। যদিও সব গ্রাহক এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন কি না সেই বিষয়ে কোম্পানির তরফ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।

jio cricket pack gadgets 360 Jio  Reliance Jio  IPL  IPL 2018  Jio Cricket Pack

গ্রাহকরা MyJio অ্যাপ এ My Plan সেকশানে গিয়ে দেখে নিতে পারবেন নিজের নম্বরে এই প্ল্যানটি এসেছে কি না। এই অ্যাড অন প্যাকের দাম 101 টাকা। যেহেতু এটি একটি অ্যাড অন প্যাক তাই এই প্যাকে পাওয়া যাবে না কোন ভয়েস কল বা SMS এর সুবিধা।

প্রথম যখন এই 251 টাকার প্ল্যানটি Jio লঞ্চ করেছিল তখন কোম্পানির তরফে জানানো হয়েছিল শুধুমাত্র খেলা দেখা ছাড়াও যে কোন কাজেই ব্যাবহার করা যাবে এই প্যাকের ডাটা। অর্থাৎ প্রতিদিনের 2GB ডাটা গ্রাহকরা নিজে ইচ্ছা মতো যে কোন কাজে খচ করতে পারবেন 251 টাকার ক্রিকেট প্যাকে। আর নতুন এই অ্যাড অন প্যাকেউ লাগু থাকবে সেই নিয়ম।

Jio গ্রাহকরা IPL এর এই শেষ দুটি ম্যাচেও অংশগ্রহন করতে পারবেন কোম্পানির Jio Cricket Play Along গেমে। রিয়েল টাইম এই গেমে ম্যাচ চলাকালীন আকর্ষনীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে Jio গ্রাহকদের কাছে। প্রসঙ্গত সম্প্রতি MyJio অ্যাপ এ নিজেদের ওয়েব শো চালু করেছে Jio। আর এই সব সুবিধাই পাওয়া যাবে 251 টাকার ক্রিকেট সিজন প্যাকে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Reliance Jio, IPL, IPL 2018, Jio Cricket Pack
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই দেখা গেল vivo কোম্পানির বেস কিছু নতুন মডেল
  2. MediaTek Daimensity 9400 চিপসেটের সাথে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ
  3. Oppo Reno 13 সিরিজটি বেস মডেল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro মডেলের সাথে আসতে চলেছে
  4. Vivo কোম্পানী লঞ্চ করতে চলেছে একটি নতুন হ্যান্ডসেট Y300 5g
  5. BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা
  6. OnePlus কোম্পানী আনতে চলেছে Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro
  7. Direct-to-Device স্যাটেলাইট কানেক্টিভিটি: এবার BSNL,দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও যোগাযোগের সুযোগ
  8. ভারতে Vivo X200 সিরিজটির মডেলগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে
  9. সাশ্রয়ী মূল্যে ভারতে 500টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেবে BSNL কোম্পানি
  10. iQOO Neo 10 সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে আসতে পারে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »