সম্প্রতি Ookla -র প্রকাশ করা এক রিপোর্টে জানা গিয়েছে গোটা দেশে 4G কভারেজে এক নম্বরে রয়েছে মুকেশের Jio। অন্যদিকে ভারতে সবথেকে বেশি স্পিডের নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছে Airtel।
গোটা দেশে 4G কভারেজে এক নম্বরে রয়েছে Jio
ভারতে টেলিকম বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। রোজই আরও কম দামে নিত্য নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। তবে শুধু কম দামে প্ল্যান দিয়েই গ্রাহকের মন জয় করা যাবে না। এর জন্য প্রয়োজন ভালো 4G কভারেজ আর বেশি ইন্টারনেট স্পিড। সম্প্রতি Ookla -র প্রকাশ করা এক রিপোর্টে জানা গিয়েছে গোটা দেশে 4G কভারেজে এক নম্বরে রয়েছে মুকেশের Jio। অন্যদিকে ভারতে সবথেকে বেশি স্পিডের নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছে Airtel।
আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর
Ookla -র প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এই সার্ভে করার সময় সারা দেশের 99.3 শতাংশ জায়গায় 4G নেটওয়ার্ক পেয়েছেন Jio গ্রাহকরা। 99.1 শতাংশ কভারেজ নিয়ে এই তালিকায় দুই নম্বরে রয়েছে Airtel। 99 শতাংশ পেয়ে নেটওয়ার্ক কভারেজে তিন নম্বরে রয়েছে Vodafone Idea।
আরও পড়ুন: "ভারতের স্মার্টফোন বাজার ওলটপালট করে দেবে Redmi Note 7" মনু কুমার জৈন
![]()
Ookla জানিয়েছে ভারতে নেটওয়ার্ক স্পিডে এক নম্বরে রয়েছে Airtel। 2018 সালে দ্বিতীয়ার্ধে গোটা ভারতে Airtel নেটওয়ার্কে গড় স্পিড ছিল 11.23 Mbps। 9.13 Mbps গড় স্পিডে এই তালিকায় দুই নম্বরে রয়েছে Vodafone Idea। তালিকায় তিন নম্বরে রয়েছে Jio । গোটা দেশে 2018 সালে Jio নেটওয়ার্কের গড় স্পিড ছিল 7.11 Mbps।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces