আবার ডবল ধামাকা অফার নিয়ে এলো জিও। এই অফারে নির্বাচিত কিছু প্রিপেড প্যাকে জিও গ্রাহকরা প্রতিদিন অতিরিক্ত 1.5GB ডাটা পাবেন। আজ থেকেই এই অফার শুরু হয়ে যাবে। এই অফার চলবে 30 জুন পর্যন্ত। জিওকে টক্কর দেওয়ার জন্য সম্প্রতি একাধিক নতুন প্ল্যান লঞ্চ করেছে ভারতের এক নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। আর এয়ারটেলেকে টেক্কা দিতেই নতুন এই প্ল্যান লঞ্চ করল জিও। এর সাথেই নতুন একটি 499 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে জিও। এই প্ল্যানে তিন মাস দিনে 3.5 ডাটা পাবেন গ্রাহকরা।
নতুন এই ডবল ধামাকা অফারে কোন অতিরিক্ত মূল্য ছাড়াই গ্রাহকরা রোজ 1.5GB অতিরিক্ত ডাটা পাবেন। 30 জুন এর আগে রিচার্জ করলে এই সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ প্রতিদিন 1.5GB এর প্ল্যানে (149, 349, 399 ও 449 টাকার প্ল্যান) রোজ 3GB করে ডাটা পাওয়া যাবে। একই রকম 2GB এর প্ল্যানগুলিতে (198, 398, 448,ও 498 টাকার প্ল্যান) এবারথেকে রোজ 3.5GB ডাটা পাবেন গ্রাহকরা। একই সাথে 299 টাকা (প্রতিদিন 3GB), 599 টাকা (প্রতিদিন 4GB) ও 799 টাকার (প্রতিদিন 5GB) প্ল্যানেও রোজ 1.5GB অতিরিক্ত ডাটা পাবেন গ্রাহকরা।
আগের মতোই একই থাকবে এই সব প্যাকের ভ্যালিডিটি। এবং এই সব প্যাকেই গ্রাহকরা রোজ আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলিং, ও রোজ 100 টি করে লোকাল ও ন্যাশানাল SMS পাওয়া যাবে। এর সাথেই পাওয়া যাবে সব জিও অ্যাপ এর অ্যাকিসেস।
এই অতিরিক্ত ডাটা অফাতের সাথেই একটি নতুন 499 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে জিও। এই প্ল্যানে গ্রাহকরা রোজ 3.5GB ডাটা পাবেন। 499 টাকার নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 91 দিন।
এর সাথেই আগে পাওয়া সব 50 টাকার ভাউচার ব্যবহার করতে পারবেন জিও গ্রাহকরা। 300 টাকা বা তার বেশি রিচার্জ করলে 100 টাকার ডিসকাউন্ট দেবে জিও। তবে এর জন্য শুধুমাত্র MyJio অ্যাপ ব্যবহার PhonePe দিয়ে রিচার্জ করতে হবে গ্রাহকদের। আর 300 টাকার নিচের প্ল্যানে 20% ছাড় দেবে জিও।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন