একাধিক টিভি কানেকশানের জন্য নতুন প্ল্যান নিয়ে এল Tata Sky। একাধিক টিভি ব্যবহার করলে একটি কানেকশানের জন্য নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি, সার্ভিস চার্জ ও বিঞ্জ সার্ভিস চার্জ দিতে হবে। এর ফলে একাধিক টিভি থাকলে Tata Sky তে টিভি দেখার খরচ অনেকটা কমে যাবে। এর ফলে দ্বিতীয় টিভি কানেকশানে শুধুমাত্র যে চ্যানেলগুলি দেখবেন তার দাম দিতে হবে।
যদিও প্রাথমিক কানেকশানে জন্য নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি, সার্ভিস চার্জ ও বিঞ্জ সার্ভিস চার্জ দিতে হবে। 100 টাকার নীচে প্ল্যান থাকলে দ্বিতীয় কানেকশানে মোট 150 টাকা খরচ হবে। একটি কানেকশানে 200 টাকা খরচ হলেও দুটি কানেকশানে খরচ বাড়বে না। এই ভাবে একটি তালিকা প্রকাশ করেছে Tata Sky। নীচে সেই তালিকা বিস্তারে দেখে নিন।
Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশ হয়েছে। একটি কানেকশানে হিন্দি লাইট প্যাকে 295 টাকা খরচ হবে। দ্বিতীয় কানেকশানে এই প্যাকে 150 টাকা খরচ হবে গ্রাহকের। একই ভাবে প্রিমিয়াম স্পোর্টস প্যাকে মাসে 522 টাকা খরচ হবে। 300 টাকায় দ্বিতীয় কানেকশানে এই প্যাক ব্যবহার করা যাবে।
গত মাসে ফ্রি-টু-এয়ার চ্যানেল থেকে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি তুলে নিয়েছিল Tata Sky।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন