সম্প্রতি টিভি দেখার নিয়মে বদল এনেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। তবে নতুন নিয়ম চালু হওয়ার সময় টিভি দেখায় অসুবিধা হবে না গ্রাহকের। সম্প্রতি এই কথা জানিয়েছে TRAI।
আরও পড়ুন: নতুন বছরে টিভি দেখার খরচ হিসাব করুন এখনই: দেখে নিন 332 টি চ্যানেলের দামের তালিকা
এই জন্যই নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে এসেছিল TRAI। 2017 সালের মার্চ মাসে সব কেবেল সার্ভিস প্রোভাইডারকে এই ফ্রেমওয়ার্ক সম্পর্কে সচেতন করেছিল TRAI। পরে 2018 সালের 3 জুলাই আবার সব কোম্পানিগুলিকে নতুন ফ্রেমওয়ার্ক সম্পর্কে সচেতন করা হয়। সঠিক সময়ে কোন সমস্যা ছাড়া নতুন ফ্রেমওয়ার্ক চালু করার বার্তা পাঠিয়েছিল TRAI। সম্প্রতি এক বিবৃতিতে TRAI জানিয়েছে, পুরনো ফ্রেমওয়ার্ক থেকে নতুন ফ্রেমওয়ার্কে আসার মাঝে কিছু সময় চ্যানেল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যেই গনমাধ্যমে এই নিয়ে প্রচার শুরু হয়েছে।
আরও পড়ুন: Jio Happy New Year অফার: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?
TRAI জানিয়েছে, “সব ব্রডকাস্টার/ ডিস্ট্রিবিউশান প্ল্যাটফর্ম অপারেটার/লোকাল কেবেল অপারেটারকে 29 ডিসেম্বর টিভি দেখার সময় গ্রাহক যেন কোন সমস্যা সম্মুখীন না হন সেই ব্যপারে খেয়াল রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে।” নিরবচ্ছিন্ন টিভি সার্ভিস পেতে গ্রাহকের কোন সমস্যা হবে না বলেই আস্বস্ত করেছে TRAI।
TRAI এর নির্দেশ অনুযায়ী সব সার্ভিস প্রোভাইডারকে 28 ডিসেম্বরের মধ্যে নতুন ফ্রেমওয়ার্কে চলে আসতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন