নতুন নিয়মে 160 টাকা খরচ করলে দেশের সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখা যাবে। বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে মাত্র 40 শতাংশ অতিরিক্ত খরচ করলেই অন্য টিভিতেও একই চ্যানেলগুলি দেখা যাবে।
লম্বা ভ্যালিডিটির প্যাক সাবস্ক্রাইব করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে
গ্রাহকের কথা মাথায় রেখে কম খরচে আরও বেশি চ্যানেল দেখার সুবিধা নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। TRAI-এর নতুন নিয়মে একই খরচে আগের থেকে বেশি চ্যানেল দেখা যাবে। নতুন নিয়মে 160 টাকা খরচ করলে দেশের সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখা যাবে। বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে মাত্র 40 শতাংশ অতিরিক্ত খরচ করলেই অন্য টিভিতেও একই চ্যানেলগুলি দেখা যাবে।
অনেক কিছু বিচার করে 200 চ্যানেলের জন্য 120 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি ধার্য করেছে TRAI।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অত্যাবশ্যক চ্যানেলের তালিকায় থাকা চ্যানেলগুলি এই নিয়মের আওতায় পড়বে না।
এছাড়াও লম্বা ভ্যালিডিটির প্যাক সাবস্ক্রাইব করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই জন্য প্ল্যানের বৈধতা ছয় মাস অথবা তার বেশি হতে হবে।
এছাড়াও পে চ্যানেলের বোকের দাম নিয়ন্ত্রণে রাখতেও নতুন নিয়ম এনেছে TRAI। যে সব চ্যানেল দেখতে মাসে 12 টাকা অথবা তার কম খরচ হয় সেই চ্যানেলগুলি বোকেতে রাখা যাবে। এছাড়াও নতুন নিয়মে এ-লা-কার্টে চ্যানেলের দামে বোকের সাথে সামঞ্জস্য থাকবে।
নতুন নিয়মে ব্রডকাস্টাররা ডিপিওকে মাসে 4 লক্ষ টাকা দেবে। প্রতি চ্যানেলের জন্য এই টাকা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios