1 জানুয়ারি থেকে টিভি দেখতে প্রত্যেক চ্যানেলের জন্য আলাদা দাম দিতে হবে
1 জানুয়ারি, 2019 থেকে টিভি চ্যানেলের প্যাকেজে আসছে আমুল পরিবর্তন। এখন মাস গেলে একটি থোক টাকা দিলে নির্দিষ্ট কিছু চ্যানেল দেখা যায়। নতুন নিয়মে প্রত্যেক চ্যানেলের জন্য আলাদা করে টাকা দিতে হবে গ্রাহককে।
ব্রডকাস্টিং ক্ষেত্রে TRAI-এর দর সংক্রান্ত নির্দেশকে সুপ্রিম কোর্ট বহাল রাখার পর কেবল টিভি প্যাকেজের ন্যূনতম খরচ দাঁড়াবে মোটামুটি 250 টাকা থেকে 270 টাকা। 130 টাকা বেস প্রাইসের উপরে থাকছে জিএসটি। এর পরে চ্যানেল প্রতি আলাদা টাকা খরচ করতে হবে গ্রাহককে। প্রত্যেকটি চ্যানেলের দামের উপরেও দিতে হবে জিএসটি। 1 জানুয়ারি থেকে কোন চ্যানেলে কত খরচ হবে? দেখে নিন
আরও পড়ুন: ভারতে ডিজিটাল পেমেন্ট দুনিয়ায় প্রবেশ করল Xiaomi
আরও পড়ুন: আসছে Redmi Go, নতুন কী থাকছে এই ফোনে?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন