লাভের নিরিখে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক Reliance Jio। সোমবার India Ratings -এ প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
ভারতের টেলিকম বাজারের 34.9 শতাংশ দখল করে ছিল মুকেশ আম্বানির কোম্পানি
লাভের নিরিখে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক Reliance Jio। সোমবার India Ratings -এ প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে মোট গ্রাহক ও লাভের নিরিখে দেশের এক নম্বর কোম্পানি Jio।
বিগত দুই বছরে হুহু করে গ্রাহক হারিয়েছে Vodafone Idea। আর সেই কারণেই Jio -র গ্রাহক সংখ্যা এত তাড়াতাড়ি বেড়েছে।
Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা: শুরু হচ্ছে UPI পেমেন্ট
19-20 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের টেলিকম বাজারের 34.9 শতাংশ দখল করে ছিল মুকেশ আম্বানির কোম্পানি। রিপোর্টে আরও জানানো হয়েছে ভারতের টেলিকম বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে শুরু করেছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
টেলিকম কোম্পানিগুলির প্রকাশ করা রিপোর্টে গ্রাহক প্রতি গড় আয় বাড়ার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি সব টেলিকম কোম্পানি পরিষেবার দাম 25-35 শতাংশ বাড়িয়েছিল। ফলে আগামী ত্রৈমাসিক থেকে গ্রাহক প্রতি গড় আয় আরও বাড়তে পারে। এছাড়াও দেশের ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report