প্রতিদিন অতিরিক্ত 400MB ডেটা দিচ্ছে Vodafone Idea
ভারতের টেলিকম বাজারে ডেটা যুদ্ধ অব্যাহত। সম্প্রতি প্রিপেড রিচার্জের সাথে গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছিল BSNL আর Airtel। এবার প্রিপেড রিচার্জে গ্রাহকদের অতিরিক্ত 400MB ডেটা দিতে শুরু করল Vodafone Idea। 399 টাকা আর 499 টাকা প্রিপেড রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে। এই দুই পল্যানের সাথে যে দৈনিক ডেটা পাওয়া যাবে তা শেষ হলে কাজ করবে অতিরিক্ত 400 MB ডেটা।
মে মাসে একাধিক প্রিপেড রিচার্জে 400 MB অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছিল Airtel। এবার বাজারে টিকে থাকতে একই উপায় নিল Vodafone Idea।
Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 399 টাকা আর 499 টাকা রিচার্জে Vodafone Idea প্রিপেড গ্রাহকরা দৈনিক ডেটার উপরে অতিরিক্ত 400 MB ডেটা পাবেন। My Vodafone অথবা My Idea অ্যাপ থেকে এই অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।
Idea 499 টাকা প্রিপেড রিচার্জে দিনে 2GB ডেটা ব্যবহার করা যায়। এবার থেকে এই প্ল্যানে দিনে 2.4GB ডেটা পাওয়া যাবে। 399 টাকা প্ল্যানে আগে 1GB ডেটা পাওয়া যেত। এবার সেই প্ল্যানে থাকছে দিনে 1.4GB ডেটা। এই দুই প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টা SMS।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.