সম্প্রতি এক হয়েছিল Vodafone ও Idea। এই দুই কোম্পানি এক হয়ে নাম হয়েছিল Vodafone Idea। বুধবার Vodafone Idea কোম্পানির প্রথম ত্রৈমাসিক ফলাফল প্রাশিত হল। আর শুরুতেই মুখ থুবড়ে পড়ল Vodafone Idea। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মোট 4,973.8 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে এই কোম্পানি।
Vodafone ও Idea মিলে যাওয়ার পরে এটাই ছিল প্রথম ত্রৈমাসিক রিপোর্ট। 31 অগাস্ট এই দুই কোম্পানি এক হয়ে গিয়েছিল।
এই ফলাফলে 30 অগাস্ট পর্যন্ত শুধুমাত্র Idea Cellular আর 31 অগাস্ট থেকে Vodafone Idea কোম্পানির ব্যবসার খতিয়ান দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে তাই এই রিপোর্ট থেকে ব্যবসার সঠিক ছবি পাওয়া যাবে না।
এই মুহুর্তে দুই কোম্পানি নিজেদের নেটওয়ার্ক এক করার কাজে ব্যস্ত। সম্প্রতি Vodafone Idea কোম্পানির বোর্ড ও ডিরেক্টাররা কোম্পানির মুলধন 25,000 কোটি করার জন্য একটি বিশেষ বোর্ড প্তৈরী করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন