Airtel ও Jio –র পরে এবার নির্বাচিত কিছু প্ল্যানে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone। MyVodafone অ্যাপে 50 টাকা ভাউচারের মাধ্যমে এই ক্যাশব্যাক পাবেন Vodafone গ্রাহকরা। 399, 458, 509 টাকা আনলিমিটেড প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে। এই তিনটি রিচার্জেই দিনে 1.4GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই রয়েছে আনলিমিটেড কলিং ও দিনে 100 টি SMS ব্যাবহারের সুবিধা।
100 শতাংশ ক্যাশব্যাক পেতে হলে Vodafone গ্রাহককে এই তিনটি প্ল্যানের যে কোন একটি রিচার্জ করতে হবে। MyVodafone অ্যাপে 50 টাকার ভাউচারে এই ক্যাশব্যাক দেওয়া হবে। 399 টাকা প্ল্যানে আটটি, 458 টাকা প্ল্যানে 9টি আর 509 টাকা প্ল্যানে দশটি 50 টাকা ভাউচার দেওয়া হবে। পরে রিচার্জ করার সময় এই ভাউচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। একবার রিচার্জে একটি মাত্র ভাউচার ব্যবহার করা যাবে।
MyVodafone অ্যাপের ভাউচার বিভাগে গিয়ে অ্যাকাউন্টে কত ভাউচার রয়েছে তা দেখা যাবে। আপাতত নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই অফার।
Vodafone এর মতোই Jio ও Airtel গ্রাহকরা প্রিপেড রিচার্জে একই ভাবে 100 শতাংশ ক্যাশব্যাক পান। পরে রিচার্জে এই ভাউচার রিডিম করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন