স্পেনে 1,200 কর্মী ছাঁটাই করতে চলেছে Vodafone। সেই দেশে টেলিকম দুনিয়ার কড়া প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কোম্পানি। জানুয়ারি মাসের শেষে স্পেনে 1,200 Vodafone কর্মী ছাঁটাই হবেন। প্রসঙ্গত ইউরোপের এই দেশে মোট 5,100 কর্মী Vodafone এ কাজ করেন।
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
“স্পেনে বাজারে চাহিদা বাড়লেও দাম বাড়েনি। 50 শতাংশের বেশি গ্রাহক কম দামের প্ল্যান ব্যবহার করেন।” এক বিবৃতিতে জানিয়েছে Vodafone।
এর ফলেই চলতি আর্থিক বছরে আয় কমেছে অনেকটাই। এছাড়াও Vodafone জানিয়েছে বাজারে টিকে থাকতে স্পেনে কোম্পানিকে ঢেলে সাজানো প্রয়োজন আছে।
আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
কোম্পানির নতুন প্রধান নিক রিড জানিয়েছেন, “ইতালি ও স্পেনে সমস্যার মুখোমুখি হয়েছে কোম্পানি।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন